অবসরের পথে? সিডনির সিদ্ধান্ত! যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন রোহিত শর্মা


বাদ, বিশ্রাম নাকি নিজে থেকে সরে দাঁড়ানো? রোহিত শর্মা কোন পথে? সিডনি টেস্ট শুরুর আগে থেকেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে। ম্যাচের আগের দিনই প্রকাশ্যে আসে রোহিত শর্মা সিডনিতে খেলছেন না। কারণ নিয়ে নানা জল্পনা ছিল। রোহিতকে কি বসানো হল? যদিও টিমের তরফে সরকারি ভাবে বলা হয়েছে, তিনি বিশ্রাম নিয়েছেন। আসল সত্যটা কী? ম্যাচের আগের দিন হেড কোচ গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হয়েছিল, রোহিত খেলছেন কি না। তিনি হ্যাঁ-না কিছুই বলেননি। টসের পর নিশ্চিত হয়ে যায়, রোহিত খেলছেন না। তিনি কি অবসরের পথে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। সিডনি টেস্টের দ্বিতীয় দিন সম্প্রচারকারী চ্য়ানেলে কথা বলেন রোহিত। অনেক প্রশ্নেরই জবাব দিলেন। আবার যেন নতুন প্রশ্ন। কী বলছেন রোহিত?

লাঞ্চ ব্রেকে সম্প্রচারকারী চ্যানেলে কথা বলেন রোহিত শর্মা। এখানেও যেন একটা প্রশ্ন তোলা যায়। তাঁকে ম্যাচের আগের প্রেস কনফারেন্সে কেন পাঠানো হয়নি? রোহিত তো সেখানেও বিষয়গুলো পরিষ্কার করতে পারতেন? তা হলে কি ঘরে-বাইরে প্রবল চাপে পড়ে রোহিতকে কথা বলতে পাঠাতে বাধ্য হল টিম ম্যানেজমেন্ট? এই প্রশ্ন না হয় তোলাই থাক। রোহিতের প্রসঙ্গে আসা যাক।

বাদ, বিশ্রাম, সরে দাঁড়ানো। এই প্রসঙ্গে হেসে বলেন, কোনওটাই নয়। রোহিত পরিষ্কার করেন, ‘সত্যি বলতে, নিজে থেতেই সরে দাঁড়িয়েছি। আমি কিছু বলব, তারপর সেটা অন্য় মানে দাঁড়াবে। নির্বাচক, কোচের সঙ্গে একটা বিষয়েই কথা হয়েছে, আমার ব্যাটে রান নেই, সুতরাং এটাই সেরা সিদ্ধান্ত মনে হয়েছিল। ব্যাটিংয়ে এমনিতেই খুব কম প্লেয়ারের ফর্ম রয়েছে টিমে। কোচ ও নির্বাচককে বলি, আমার মধ্যে এই ভাবনা চলছে। কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু পরিস্থিতি বিচার করলে, এই মুহূর্তে টিমের এটাই প্রয়োজন ছিল।’

নিজেকেই ‘বসানোর’ সিদ্ধান্ত কি মেলবোর্নেই নিয়েছেন? রোহিত বলেন, ‘সিডনিতেই সিদ্ধান্ত নিয়েছি। নিউ ইয়ারে কোচ-সিলেক্টরকে এই কথাগুলো বলার মতো পরিস্থিতিতে ছিলাম না। এখানে আসার পর থেকেই চেষ্টা করছিলাম ফর্মে ফেরার। কিন্তু হচ্ছিল না। আমি যখনই নেতৃত্ব দিয়েছি, একটা জিনিস মাথায় রাখি, এখন কী চাই। টিমের স্বার্থ দেখা প্রয়োজন। সেরকম প্লেয়ারই হতে চেয়েছি কেরিয়ারের শুরু থেকে। এর জন্যই টিম বলা হয়। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি যেটা সেটাই, এতে আমাকে পছন্দ করলেও ভালো, না করলে আমার কিছু করার নেই।’

এরপরই সেই কঠিন প্রশ্নের সামনে পড়লেন রোহিত। তা হলে কি অবসর ঘোষণা করতে চলেছেন? রোহিত বলছেন, ‘একটা জিনিস পরিষ্কার করতে চাই, এটা কোনও রিটায়ারমেন্ট ডিসিশন নয়। এই ম্যাচে আমি নেই। কোনও গ্যারান্টি নেই, পাঁচ মাস পর ব্যাটে রান আসবে না কিংবা দু-মাস পর। আমি বাস্তবে থাকতে চাই। কে কী লিখছে, কী বলছে, তাতে আমার কিছু যায় আসে না। আমি যথেষ্ট পরিণত মানুষ। দুই সন্তানের বাবাও। এটুকু বুদ্ধি আমারও রয়েছে। এই মুহূর্তে মনে হয়েছে, সিডনিতে ফর্মে থাকা প্লেয়ারের খেলা প্রয়োজন, সেই কারণেই সরে দাঁড়িয়েছি। এখনই অবসর নিচ্ছি না।’

একঝাঁক প্রশ্ন-উত্তরের মধ্যেও যেন অনেক প্রশ্ন তোলা রইল। হয়তো সিডনি টেস্টের পরই পরিস্থিতি আরও পরিষ্কার হয়ে যাবে। এমন নয় তো, এই ম্যাচে যাতে কোনও নেগেটিভ প্রভাব পড়ে, সে কারণেই যাবতীয় জল্পনার ক্যারিফাই দিয়ে গেলেন রোহিত শর্মা?

Leave a Reply