Yuzvendra Chahal-Dhanashree Verma: আনফলো, সব ছবি ডিলিট! সম্পর্ক ভাঙছে ধনশ্রী-চাহালের?
কলকাতা: ডিভোর্সের রাস্তায় হাঁটতে চলেছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও ধনশ্রী ভার্মা (Dhanashree Verma)? নতুন বছরের শুরুতে ভারতীয় তারকা ক্রিকেটারের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা প্রকাশ্যে। অতীতেও চাহাল ও ধনশ্রীর বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। এ বারও কি স্রেফ গুঞ্জন? তাঁদের ঘনিষ্ঠমহল তেমনটা বলছে না।
২০২৩ সালে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচ। এ বার কি তেমনই সিদ্ধান্ত নিতে চলেছেন চাহাল? নতুন বছরে হঠাৎ করেই আলোচনায় যুজি। ইন্সটাগ্রামে ধনশ্রী ও চাহাল একে অপরকে আনফলো করে দিয়েছেন। এখানেই শেষ নয়। চাহাল নিজের ইন্সটাগ্রাম থেকে ধনশ্রীর সঙ্গে থাকা তাঁর সকল ছবি ডিলিট করে দিয়েছেন। ধনশ্রীর ইন্সটা প্রোফাইলে ঢুঁ মারলে অবশ্য এখনও তাঁর ও চাহালের একসঙ্গে ছবির দেখা মিলছে।