সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবার তিনি ব্যাট করতে আসেন। প্রতিবারই আশায় বুক বাঁধেন ভক্তরা। এবার হয়তো অফ স্টাম্পে খোঁচা দিয়ে আউট হবেন না বিরাট কোহলি। কিন্তু প্রতিবারই সকলের আশায় জল ঢেলে দিচ্ছেন তিনি। বর্ডার গাভাসকর ট্রফিতে ৮ বার খোঁচা দিয়ে খাঁচায় ফিরলেন কোহলি।
আর শুধু চলতি সিরিজ তো নয়। গত ৪ বছরে শুধুমাত্র পেসারদের বিরুদ্ধে ২৩ বার একইভাবে আউট হলেন তিনি। একবার হয়, দুবার হয়, দশবারও হতে পারে। কিন্তু তাবলে এতবার! ভক্তরাও এখন হতাশ ও বিরক্ত। অস্ট্রেলিয়া যেন মন্ত্র মুখস্থ করে নামে কোহলির বিরুদ্ধে। অফ স্টাম্পের বাইরে বলে খোঁচা দেওয়া যেন এক নেশার মতো হয়ে উঠেছে তাঁর। প্রশ্ন উঠছে, আর নেড়া আর কতবার বেলতলায় যাবে?
সিডনিতে দুই ইনিংসেই এক ছবি। দুবারই বোলারের নাম স্কট বোলান্ড। শুধু ফিল্ডার বদলে ওয়েবস্টারের জায়গায় স্টিভ স্মিথ। ঠিক যেন অ্যাকশন রিপ্লে। পারথে একটি সেঞ্চুরি ছাড়া ফর্মের কথা না তোলাই ভালো। এদিন ফিরলেন ৬ রানে। তারপরই সোশাল মিডিয়ায় শুরু মিমের স্রোত। কোহলির অবসরের দাবি তুলে পোস্ট নতুন কিছু নয়। এর সঙ্গে জুড়েছে নানা পাটেকরকে নিয়ে মিম।
সম্প্রতি বলিউডের অভিনেতা বলেছিলেন, কোহলি খারাপ খেললে তাঁর খেতে ইচ্ছে করে না। আর এখন নেটদুনিয়ার বক্তব্য, নানা পাটেকরকে বোধহয় অভুক্ত থাকতে হচ্ছে। অনেকে টানা আটটি আউটের ছবি দিয়ে পার্থক্য জানতে চাইছেন। যেন সম্প্রচারকারী চ্যানেল একই ভিডিও বারবার দেখাচ্ছে। আবার দুদিক ভাঙা ব্যাটও উপহার দিতে চাইছেন অনেকে। যাতে খোঁচা না লাগে। আবার এটা সম্ভবত বিরাটের শেষ অজি সফর। সেক্ষেত্রে ফলাফলটা একেবারেই মনমতো হল না।
Virat Kohli 😭😭 pic.twitter.com/twmikEzhJn
— kuͷal (@wtfxkunal) January 3, 2025
Is there a glitch?
Since the Perth Test the broadcasters are showing same replays of Virat Kohli’s dismissal pic.twitter.com/xHjMPDvJpi— Dinda Academy (@academy_dinda) January 4, 2025
Give this bat to Virat Kohli 🤣 #INDvsAUS pic.twitter.com/4dFcW4Aynt
— Moonlight🌙 (@Kairavii_Rajput) January 3, 2025
Virat Kohli with the bat in Australia has been quite the action movie turned soap opera turned thriller over the last 14 years. But it’s over now #AusvInd pic.twitter.com/UYvr8aJxHl
— Bharat Sundaresan (@beastieboy07) January 4, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));