গুড মর্নিং…! বিরাট কোহলি-জসপ্রীত বুমরা ‘জুটিতে’ ব্যাকফুটে অস্ট্রেলিয়া


ভারতীয় টেস্ট টিমে যেন প্রাণ ফিরে পেয়েছে! জসপ্রীত বুমরার ক্যাপ্টেন্সিতে প্রথম টেস্ট জিতেছিল ভারত। এরপর অ্যাডিলেডে হার, ব্রিসবেনে ড্র। বক্সিং ডে টেস্টে হারে ফের ব্যাকফুটে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আশা যেমন ক্ষীণ তেমনই চাপ বাড়ছিল বর্ডার-গাভাসকর ট্রফি নিয়েও। সিডনি টেস্ট জিতলে একদিকে যেমন বর্ডার-গাভাসকর ট্রফি ভারতের কাছেই থাকবে, তেমনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কিছুটা আশাও। অন্তত অঙ্কে থাকবে ভারত।

সিডনিতে দ্বিতীয় দিনের শুরু থেকেই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বোলিং আক্রমণের সামনে দিশেহারা হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেনকে ফেরান জসপ্রীত বুমরা। এরপরই মহম্মদ সিরাজ মাত্র ৪ বলের মধ্যেই ফেরান স্যাম কন্টাস এবং ট্রাভিস হেডকে। ভারতীয় শিবিরকে অস্বস্তিতে রেখেছিলেন মডার্ন মাস্টার স্টিভ স্মিথ। দলের ভরাডুবির মাঝেও দুর্দান্ত কিছু শট খেলেন। অভিষেক টেস্ট খেলতে নামা বিউ ওয়েবস্টারকে নিয়ে জুটিতে পঞ্চাশ পেরিয়ে যান। স্টিভ স্মিথ যে ভারতের কাছে বড় বাধা হয়ে উঠতে পারে, এ বিষয়ে সন্দেহ নেই।

টেস্ট ক্রিকেটে ১০ হাজার ক্লাবে প্রবেশের পথে স্টিভ স্মিথ। এই ইনিংসেই সেটা হয়ে যেত, এমন পরিস্থিতিই তৈরি হয়েছিল। লাঞ্চের আগে একটা ছোট্ট চালেই সব বদলে গেল। জসপ্রীত বুমরা খাতায় কলমে ক্যাপ্টেন। বিরাট কোহলিও যে লিডারশিপ ভূমিকায় রয়েছেন, মেলবোর্নের একটা সেশনে সেটা ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন। সিডনিতেও তার অন্যথা হচ্ছে না। লাঞ্চের আগে শেষ দিকে বোলিং করছিলেন নীতীশ কুমার রেড্ডি ও রবীন্দ্র জাডেজা। এরপরই দুর্দান্ত একটা সিদ্ধান্ত।

ফের একবার প্রসিধ কৃষ্ণকে আক্রমণে আনা হয়। লাঞ্চের তখনও দু-ওভার বাকি। নতুন স্পেলের প্রথম ডেলিভারিতেই স্টিভ স্মিথকে ফেরান প্রসিধ কৃষ্ণ। স্লিপে আরও একটা অনবদ্য ক্যাচ। লাঞ্চের আগে স্টিভ স্মিথের উইকেট, ভারতকে যে অনেকটা এগিয়ে দিয়েছে বলাই যায়। এখনও ৮৪ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। ১০১-৫ স্কোরে লাঞ্চে অজিরা।



Leave a Reply