ধনশ্রীর সঙ্গে সব ছবি মুছলেন চাহাল, ভারতীয় স্পিনারকে আনফলো স্ত্রীর! ডিভোর্স আসন্ন?


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরই বিচ্ছেদের পথে হেঁটেছিলেন হার্দিক পাণ্ডিয়া এবং নাতাশা স্ট্যাঙ্কোভিচ। এবার কি দাম্পত্য জীবনে ইতি পড়তে চলেছে ভারতীয় দলের আরও এক তারকার? তাঁর সাম্প্রতিক কার্যকলাপ সেই জল্পনাই নতুন করে উসকে দিল। কথা হচ্ছে যুজবেন্দ্র চাহালের। সোশাল মিডিয়ায় ধনশ্রীর সঙ্গে সমস্ত ছবি মুছে দিয়েছেন তিনি! আবার ইনস্টাগ্রাম থেকে চাহালকে আনফলো করলেন ধনশ্রী!

গত বছর থেকেই ধনশ্রীর সঙ্গে চাহালের সম্পর্কে ফাটলের গুঞ্জন শোনা যাচ্ছিল। চাহাল নিজের সোশাল অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘নতুন জীবনের সূচনা হচ্ছে।’ যদিও চাহাল তখন ডিভোর্সের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এই ঘটনার পরই স্বামীর পদবি নিজের নামের পাশ থেকে মুছে ফেলেছিলেন ধনশ্রী। তাতে ফের তাঁদের সম্পর্কে চির ধরার চর্চা উঠে আসে শিরোনামে। এবার যেন এতে নতুন করে ঘৃতাহুতি হল। ভারচুয়াল দুনিয়ায় দারুণ অ্যাকটিভ চাহাল। স্ত্রীর সঙ্গে নানা মুহূর্তের ছবি ভিডিও শেয়ার করেন আখছার। তবে এবার সেই সমস্ত ছবিই নাকি সরিয়ে ফেলেছেন ভারতীয় স্পিনার! পালটা ধনশ্রী ইনস্টাগ্রামে চাহালকে আনফলো করে দিয়েছেন। যদিও তিনি এখনও পর্যন্ত চাহালের সঙ্গে পোস্ট করা কোনও ছবি ডিলিট করেননি। তবে স্বামী-স্ত্রীর এসব কীর্তিকলাপেই ডিভোর্সের জল্পনা জোরালো হচ্ছে।

এরই মধ্যে আবার তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, গুঞ্জন নয়। সত্যিই নাকি বিচ্ছেদের চিন্তাভাবনা চলছে। তিনি জানিয়েছেন, “ওঁদের ডিভোর্স হবেই। ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। যদিও বিচ্ছেদের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে যতদূর জানা গিয়েছে, দুজনই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhanashree Verma (@dhanashree9)

২০২০ সালের ১১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন চাহাল ও ধনশ্রী। অভিনেত্রী-করিওগ্রাফার ধনশ্রী জানিয়েছিলেন, লকডাউনের সময় খেলাধূলা পুরো বন্ধ ছিল। সেই সময়ই সোশাল মিডিয়ায় তাঁর নাচের ভিডিও দেখে নাচ শেখার ইচ্ছাপ্রকাশ করেছিলেন চাহাল। ভারতীয় স্পিনারের ‘ডান্স টিচার’ হওয়ার পরই প্রেমের সুরওয়াত দুই তারকার। কিন্তু সেই সম্পর্কে হয়তো শীঘ্রই ছেদ পড়তে চলেছে।



Leave a Reply