প্রায় ৪৮ বছর অক্ষত ছিল! নতুন রেকর্ড গড়লেন জসপ্রীত বুমরা


জসপ্রীত বুমরা মানেই যেন নতুন নতুন রেকর্ড। টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক পেরিয়ে গিয়েছেন এই সিরিজেই। তিনিই বিশ্বের একমাত্র বোলার যাঁর ২০০ উইকেটেও গড় ২০-এর নীচে! সিডনি টেস্টের দ্বিতীয় দিন আরও একটি রেকর্ডের মালিক হলেন বুমরা। ভেঙে দিলেন প্রায় ৪৮ বছরের পুরনো রেকর্ড। নিউ ইয়ার টেস্টের প্রথম দিনের শেষ ডেলিভারিতে উসমান খোয়াজাকে ফিরিয়ে কিংবদন্তিকে ছুঁয়েছিলেন। দিনের শুরুতে মার্নাস লাবুশেনের উইকেটে ছাপিয়ে গেলেন। বুমরার ঝুলিতে এ বার নতুন কোন রেকর্ড?

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের নজির ছিল কিংবদন্তি বিষেণ সিং বেদীর। বর্ডার-গাভাসকর ট্রফির এক সংস্করণে সর্বাধিক উইকেটের রেকর্ড অক্ষত ছিল। ১৯৭৭-৭৮ অস্ট্রেলিয়া সফরে ৩১ উইকেট নিয়েছিলেন প্রয়াত কিংবদন্তি বাঁ হাতি স্পিনার বিষেণ সিং বেদী। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে এ দিন মার্নাস লাবুশেনকে ফিরিয়ে ৩২ উইকেট সম্পূর্ণ করেন বুমরা। ছাপিয়ে যান বেদীকে।

ভারতীয় বোলারদের মধ্যে এখন শীর্ষে বুমরাই। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় বোলারদের মধ্যে এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় বুমরার পর যাঁরা রয়েছেন…

  • বিষেণ সিং বেদী- ৩১ উইকেট, ১৯৭৭-৭৮
  • ভগবত চন্দ্রশেখর-২৮ উইকেট, ১৯৭৭-৭৮
  • এরাপল্লি প্রসন্ন-২৫ উইকেট, ১৯৬৭-৬৮
  • কপিল দেব-২৫ উইকেট, ১৯৯১-৯২



Leave a Reply