দুর্দান্ত বোলিং করেছেন পুরো সিরিজেই। পারথ টেস্টে তাঁর ক্যাপ্টেন্সি এবং অনবদ্য বোলিংয়ে জিতেছে ভারত। সিরিজের শেষ টেস্টে নিয়মিত অধিনায়ক সরে দাঁড়ান। জসপ্রীত বুমরাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়। এই ম্যাচেও দুর্দান্ত বোলিং করছিলেন। কিন্তু দ্বিতীয় দিন লাঞ্চ বিরতির পরই অস্বস্তি। এক ওভার মাত্র বোলিং করেন। এরপরই মাঠ ছাড়েন। এই অবধি ঠিক ছিল। দ্রুত ট্রিটমেন্টের জন্য সাপোর্ট স্টাফের সঙ্গে ছুটলেন বুমরা। ম্যাচের সবে দ্বিতীয় দিন। সিডনি টেস্টে চাপ বাড়াল বুমরার চোট। যদিও কতটা গুরুতর এখনই আন্দাজ করা কঠিন। ভারতীয় শিবিরের জন্য স্বস্তির খবর নয়, বলাই যায়। বুমরার অনুপস্থিতিতে ক্যাপ্টেন্সি করছেন বিরাট কোহলি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকতে এই টেস্ট জিততেই হবে ভারতকে। এরপরও জটিল অঙ্ক রয়েছে। হার কিংবা ড্রয়েও ছিটকে যাবে ভারত। এই সিরিজে ভারতের সেরা বোলার জসপ্রীত বুমরাই। সিডনি টেস্টের দ্বিতীয় দিন মার্নাস লাবুশেনকে ফিরিয়ে সিরিজের ৩২ তম উইকেট নেন বুমরা। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ভারতের সর্বাধিক উইকেটের রেকর্ড গড়েন। স্বাভাবিক ভাবেই এই ম্যাচ জিততে তাঁকে ফিট পাওয়াটা খুবই জরুরি।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্লিনসুইপ হয়েছিল ভারত। শেষ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল জসপ্রীত বুমরাকে। অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের সিরিজ। প্রতিটা ম্যাচেই খেলেছেন। সামি না থাকায় বুমরার ওয়ার্কলোড ম্যানেজ করা কঠিন ছিল। প্রথম চার টেস্টে বুমরাকে সেই অর্থে আর কোনও বোলারই সহযোগিতা করতে পারেননি। মেলবোর্নের দ্বিতীয় ইনিংস এবং সিডনিতে ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফর্ম করছেন। কিন্তু বুমরার মাঠ ছাড়ায় অনেক চাপ বাড়ল। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফিও। তার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও সাদা বলের জোড়া সিরিজ রয়েছে।