অস্ট্রেলিয়া টিম হোক কিংবা সমর্থক, বিরাট কোহলি বরাবরই ভয়ঙ্কর। সম্মান পেলে যেমন ফিরিয়ে দিয়েছেন, তেমনই ইটের বদলে পাটকেলও। এই সিরিজে বিরাট কোহলি ক্যাপ্টেন নন। তবে সিরিজের শুরু থেকে তাঁকে ঘিরেই যাবতীয় প্রচার শুরু হয়েছিল অজি মিডিয়ায়। কিং কোহলি, কোহলিউড এবং অনেক ভালো ভালো হেডলাইন হয়েছিল। পরিস্থিতি বদলায় বক্সিং ডে টেস্টে। এরপর থেকেই দর্শকদের বিদ্রুপ শুনতে হয়েছে বারবার। সিডনি টেস্টে জসপ্রীত বুমরা নেতৃত্ব দিচ্ছিলেন। কিন্তু দ্বিতীয় দিন লাঞ্চের পরই চোটে মাঠ ছাড়েন বুমরা। নেতৃত্ব তুলে দেওয়া হয় বিরাট কোহলিকেই।
মেলবোর্নে অভিষেক টেস্টে খেলতে নামা স্যাম কন্টাস বিধ্বংসী ব্যাটিং করছিলেন। স্বাভাবিক ভাবেই দু-দলের প্লেয়ারদের মধ্যেই কথার লড়াই চলে। এর মাঝে কোহলির ধাক্কা। যা নিয়ে প্রবল সমালোচনাও হয়েছিল। ১৯ বছরের স্যাম কন্টাস সে দিন অবশ্য পরিণত মানসিকতারই পরিচয় দিয়েছিলেন। সাংবাদিক সম্মেলনে এই নিয়ে বারবার প্রশ্ন করা হলেও ‘অনিচ্ছাকৃত’ ঘটনা বলে এড়িয়ে যান। ম্যাচের পরিস্থিতিতে এমন ঘটনা হতেই পারে, সেটা তিনিও জানেন। ম্যাচ রেফারি অবশ্য বিরাটকে জরিমানা করেন এবং ১ ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়।
এই খবরটিও পড়ুন
ম্যাচ রেফারি নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেও অজি মিডিয়া এবং সমর্থকদের ট্রায়াল বাকি ছিল! সিরিজের শুরুতে রাজা বানানো কোহলিকে জোকার তকমা দেওয়া হয়েছিল স্যাম কন্টাসের ঘটনার নিরিখে। বিদ্রুপ জারি ছিল সমর্থকদের তরফেও। সিডনিতে তাই খোঁচা দিতে ছাড়লেন না ক্যাপ্টেন কোহলি। সেই পুরনো ফ্লেভার। অস্ট্রেলিয়া সমর্থকরা বিদ্রুপ করতেই দুই পকেট খুলে দেখান বিরাট কোহলি। মনে করিয়ে দেন, সেই স্যান্ডপেপার গেট কাণ্ড।
দক্ষিণ আফ্রিকা সফরে শিরিষ কাগজ দিয়ে বলের পালিশ তোলার ঘটনায় ধরা পড়েছিলেন অজি ওপেনার ক্যামেরন ব্যানক্রফ্ট। তৎকালীন ক্যাপ্টেন স্টিভ স্মিথ, সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকেও নির্বাসিত করা হয়েছিল। ২০১৯ বিশ্বকাপে অজি টিম মাঠে নামতেই চিটার চিটার ধ্বনি ওঠে গ্যালারিতে। বিরাট কোহলিই এর প্রতিবাদ করেছিলেন। সেই তাঁকেই জোকার তকমা! প্রসিধ কৃষ্ণ অস্ট্রেলিয়ার তিন উইকেট ফেলে দিতেই বিরাট ইঙ্গিত করেন, পকেটে কোনও শিরিষ কাগজ নেই।
“What is that about?”#AUSvIND pic.twitter.com/HwNZXhKW1S
— cricket.com.au (@cricketcomau) January 5, 2025