খুশি খুশি মরতে পারি… এয়ার হোস্টেসের সঙ্গে প্রেমে এ কী কাণ্ড রিঙ্কু সিংয়ের!


Rinku Singh: খুশি খুশি মরতে পারি… এয়ার হোস্টেসের সঙ্গে প্রেমে এ কী কাণ্ড রিঙ্কু সিংয়ের!

কলকাতা: ভারতীয় ক্রিকেট প্রেমীদের অত্যন্ত প্রিয় তারকা রিঙ্কু সিং (Rinku Singh)। কেকেআরে তাঁর মাইনে বাড়ল কিনা, তা জানতে তাঁর অনুরাগীরা যেমন আগ্রহী, তেমনই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহের অন্ত নেই। ২০২৪ সালের শেষে সৌদি আরবে হওয়া মেগা নিলামে উঠতে হয়নি রিঙ্কুকে। তাঁকে রিটেন করে রেখেছিল কেকেআর। এরপর থেকেই একাধিক বার ক্রিকেট মহলে আলোচনা হয়েছে যে, কলকাতা নাইট রাইডার্সের আগামী নেতা হয়তো রিঙ্কু সিং। ফের একবার আলোচনায় আলিগড়ের ছেলে। এ বার রিঙ্কুর প্রেমজীবন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে তাঁর ফ্যানেদের। সম্প্রতি রিঙ্কুর এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে যে কেউ ভাবতে পারেন এয়ার হোস্টেসের সঙ্গে প্রেম করছেন রিঙ্কু। সত্যিই কি তাই?

বেশ মিশুকে ও হাসিখুশি ছেলে রিঙ্কু সিং। অঢেল সাফল্য হোক বা ব্যর্থতা সব সময় মাটিতে পা দিয়েই চলেন। দলের প্রয়োজন যখন হয় এগিয়ে আসেন, অবদান রাখার চেষ্টা করেন। যে কারণে তিনি ভারতের সিনিয়র ক্রিকেটারদেরও প্রিয়। ক্রিকেটার হিসেবে রিঙ্কু কতটা উজ্জ্বল তা যাঁরা ক্রিকেটের খোঁজ রাখেন, তাঁরা জানেন। প্রেমিক রিঙ্কু কতটা রোমান্টিক? তা কি জানেন?

এই খবরটিও পড়ুন

আরও বড় প্রশ্ন হল রিঙ্কু সিং কি সত্যিই প্রেম করছেন? ইন্সটাগ্রামে তিনি একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যা দেখে তাঁর প্রেম নিয়ে জানতে উঠে পড়ে লেগেছেন নেটিজ়েনরা। রিঙ্কুর ইন্সটাতে শেয়ার করা ভিডিয়োতে দেখা যায় বিমানের উইন্ডো সিটে বসে আছেন তিনি। পাশে এক যাত্রী। সেই সময় এক এয়ার হোস্টেস তাঁর সিটের পাশে এসে নিজের পরিচয় জানান। এবং বলেন, বিমানে কোনও বিপদের পরিস্থিতি তৈরি হলে তাঁর সাহায্য লাগবে। যেহেতু তিনি এমার্জেন্সি এক্সিটের পাশে বসেছেন। এরপর রিঙ্কু মাথা নাড়িয়ে সম্মতি জানান। হাসতে হাসতে জানান, এত সুন্দর করে একটা মেয়ে কথা বলে গেল। এ বার তো তিনি খুশি খুশি মারা যেতে পারেন। ওই ভিডিয়োটিতে প্রচুর লাইক ও কমেন্ট পড়েছে। উল্লেখ্য, এটি একটি অ্যাপ্লিকেশনের প্রোমোর মতো। ফলে রিঙ্কু যে এয়ার হোস্টেসের সঙ্গে প্রেম করছেন না, তা আপাতত বলাই যায়। কিন্তু প্রেম কি করছেন? এর সঠিক উত্তর অবশ্য প্রকাশ্যে আসেনি।



Leave a Reply