ISL Derby: দেবাশিসের বিরুদ্ধে তোপ সৃঞ্জয়ের! ডার্বি ঘিরে উত্তপ্ত মোহনবাগান
কলকাতা: ডার্বি নিয়ে আর কোনও রাখঢাক নয়, মোহনবাগান (Mohun Bagan) সচিব দেবাশিস দত্তের বিরুদ্ধেই তোপ দাগলেন প্রাক্তন সচিব। সৃঞ্জয় বসু বলে দিলেন, ‘অভিজ্ঞতা নেই’, ‘দায় কর্তাদেরই।’ ১১ জানুয়ারি আইএসএলের ফিরতি ডার্বি। কিন্তু ওই ম্যাচ কলকাতায় হবে না। গঙ্গাসাগর মেলার জন্য পুলিশ দেওয়া যাবে না। সেই কারণেই গুয়াহাটিতে সরানো হচ্ছে ম্যাচ, এমনই খবর। ফিরতি এবং মরসুমের শেষ ডার্বি কলকাতার বাইরে চলে যাওয়ায় বিতর্ক কম নেই। তার মধ্যেই সৃঞ্জয়ের মন্তব্য পরিস্থিতি আরও জটিল করে তুলল।
সৃঞ্জয় বসু পরিষ্কার বলে দেন, ‘এই সময়ে ডার্বি করার অভিজ্ঞতা হয়তো সেভাবে নেই মোহনবাগান সুপারজায়ান্টের। কিন্তু ক্লাব কর্তারা তো ম্যানেজমেন্টকে বিষয়টা বলতে পারত। কারণ এই সময় গঙ্গাসাগর মেলার কারণে যে পুলিশ পর্যাপ্ত পাওয়া যাবে না, তা তো আমরা কয়েক বছর ধরেই জানি। তা হলে মোহনবাগানের বর্তমান ক্লাব কর্তারা, বিশেষ করে সচিব কেন এই বিষয়টা ম্যানেজমেন্টকে জানালেন না? তিনিও তো বোর্ডের সদস্য।’ একই সঙ্গে সৃঞ্জয়ের দাবি, ‘এফএসডিএল প্রস্তাবিত সূচি দেওয়ার পর তাদের কাছে বললে হয়তো ম্যাচটার দিন বদল হতে পারত। হাজার হাজার সমর্থককে এ ভাবে ডার্বি দেখা থেকে বঞ্চিত হতে হত না। এখন উপায় নেই। তাই ডার্বি দেখতে টিভিতেই চোখ রাখতে হবে।’
এই খবরটিও পড়ুন
বর্তমান বনাম প্রাক্তন বিভেদ কি স্পষ্ট? সন্ধেয় ক্লাবে বসে সচিব দেবাশিস দত্ত কিন্তু বলে দিয়েছিলেন, ‘ডার্বি ম্যাচ কলকাতা থেকে সরে যাওয়ায় কোনও বিভেদ নেই। আমার সঙ্গে সৃঞ্জয় বসুর কথাও হয়েছে।’ দেবাশিস এ কথা বলার পরই পরিস্থিতি ঘুরে গিয়েছে অন্য দিকে।