নতুন বছরে চমক ইস্টবেঙ্গলের, ভরাডুবি থেকে বাঁচার আশায় লাল-হলুদে বিদেশি স্ট্রাইকার


প্রসূন বিশ্বাস: জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খুলতেই নতুন ফুটবলার সই করাল ইস্টবেঙ্গল। ভেনেজুয়েলার স্ট্রাইকার রিচার্ড সেলিসকে এই মরশুমের শেষ পর্যন্ত দলে নিল লাল-হলুদ। ২৮ বছর বয়সি এই ফুটবলার সেন্টার ফরোয়ার্ড পজিশনের সঙ্গে বাঁদিকের উইংয়েও খেলতে পারেন। দেশের হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব ও কোপা আমেরিকাতেও খেলেছেন রিচার্ড। ইস্টবেঙ্গলের হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন বলে জানিয়েছেন ভেনেজুয়েলার স্ট্রাইকার।

আইএসএলে একেবারেই ভালো জায়গায় নেই ইস্টবেঙ্গল। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রয়েছে লিগ টেবিলের ১১তম স্থানে। সোমবারই মুম্বইয়ের বিরুদ্ধে ২-৩ গোলে হারতে হয়েছে। ১১ জানুয়ারি ডার্বি। তারপর অপেক্ষা করে থাকবে গোয়া, কেরালা ব্লাস্টার্স ও মুম্বই। এর মধ্যে চোট-আঘাতের সমস্যাতেও ভুগছে ইস্টবেঙ্গল। পুরোপুরি ছিটকে গিয়েছেন মাদিহ তালাল। তাঁকে ডিরেজিস্ট্রারও করানো হয়েছে। সল ক্রেসপো অন্তত একমাস মাঠের বাইরে। এই পরিস্থিতিতে নতুন ফুটবলার নিল ইস্টবেঙ্গল। 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Leave a Reply