সুলয়া সিংহ: সন্তোষজয়ীদের সংবর্ধনা মঞ্চ থেকে বড়সড় ঘোষণা করলেন টুটু বোস। ভবানীপুর ক্লাবের অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি জানালেন, তরুণ প্রতিভা তুলে আনতে নতুন অ্যাকাডেমি গড়ে তোলা হবে। সদ্য ভারতসেরা হওয়া বাংলা দলে ছিলেন ভবানীপুর ক্লাবে খেলা ফুটবলাররা। আগামী দিনে যেন বাংলা থেকে আরও ফুটবলাররা উঠে আসেন, সেই লক্ষ্যেই অ্যাকাডেমি গড়ে তোলা হবে বলে জানালেন ভবানীপুর ক্লাবের কর্ণধার স্বপনসাধন বোস।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]