সঙ্গিনীকে না পেয়ে আত্মহত্যার চেষ্টা পৌঢ়ের! মিষ্টি কথায় ভুলিয়ে প্রাণ বাঁচালেন সুয়ারেজ


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল দুনিয়ার অন্যতম সেরা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ক্লাব ও উরুগুয়ে জাতীয় দলের হয়ে অসংখ্য গোল করেছেন। আবার কখনও বিতর্কে জড়িয়েছেন বিপক্ষকে কামড়ে, কখনও-বা হ্যান্ডবল করে প্রতিপক্ষের নিশ্চিত গোল আটকে দিয়ে। তবে এবার নতুন ভূমিকায় অবতীর্ণ হলেন ইন্টার মিয়ামির ফুটবলার। তাঁর বুদ্ধিমত্তায় প্রাণ বাঁচল আত্মহত্যা করতে যাওয়া এক ব্যক্তির।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে উরুগুয়েতে। স্ত্রীর সঙ্গে সুয়ারেজ ঘুরতে যাচ্ছিলেন সমুদ্রতীরে। তখনই এক জায়গায় খেয়াল করেন ৪৯ বছর বয়সি এক ব্যক্তি প্রায় ২০ ফুট উঁচু গাছে চড়ে বসে আছেন। সঙ্গে ছিল একটি দড়িও। যদি তাঁর বান্ধবীকে ঘটনাস্থলে না হয়, তাহলে তিনি আত্মহত্যা করবেন। এই হুমকিও দিচ্ছিলেন। উদ্ধারকারী দল তার আগে প্রায় ২০ ঘণ্টা চেষ্টা করেও তাঁকে নামিয়ে আনতে পারেননি।

সেই সময় নাটকীয় প্রবেশ ঘটে সুয়ারেজের। উদ্ধারকারী দল যা প্রায় একদিন ধরে করতে পারেনি, সেই অসাধ্যসাধন করেন উরুগুয়ের প্রাক্তন তারকা। তিনি দীর্ঘক্ষণ সহানুভূতির সঙ্গে কথা বলেন ওই ব্যক্তির সঙ্গে। সুয়ারেজের কথায় প্রভাবিত হয়ে আত্মহত্যার পথ থেকে সরে আসেন ওই ব্যক্তি। উদ্ধারকারী দলও দ্রুত তাঁকে উদ্ধার করেন। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা সুয়ারেজের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেন।

২০২৪ সালেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন সুয়ারেজ। ১৪৩ ম্যাচে ৬৯টি গোল করেছেন ‘এল পিস্তলেরো’। উরুগুয়ের হয়ে ২০১৪ কোপা আমেরিকা জেতেন। এখনও তিনি সেই দেশের ‘আইকন’। খেলেছেন লিভারপুল, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাবে। এখন তিনি লিওনেল মেসির সঙ্গে খেলেন ইন্টার মিয়ামিতে।

Leave a Reply