চোট বাড়াচ্ছে চিন্তা, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন বুমরা?


কলকাতা: পুরনো চোটই কি আবার ফিরে এল? ২০২৩ সালে নিউজিল্যান্ডে গিয়েছিলেন পিঠের অস্ত্রোপচার করাতে। ডাঃ রোয়ান স্কটেনের কাছে অপারেশনের পর সুস্থ হয়ে উঠেছিলেন ভারতীয় ক্রিকেটার। কিন্তু অস্ট্রেলিয়া সফরের সময় আবার চোট পেয়েছেন পুরনো জায়গায়। তাই সেই অর্থোপেডিক সার্জেন ডাঃ রোয়ানের সঙ্গে যোগাযোগ করেছেন জসপ্রীত বুমরা। আর তাতেই বাড়ছে আশঙ্কা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ খেলতে পারবেন কিনা, তা নিয়ে কিছুটা হলেও সংশয় থাকছে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে যে খেলছেন না বুমরা, তা নিশ্চিত।

ডাঃ রোয়ানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বোর্ডও। বুমরার চোটের ধরন সম্পর্কে তিনি ওয়াকিবহাল। তাই চোটের চিকিৎসা করতে অসুবিধা হবে না। কিন্তু চোটের বহর কতটা, তা অবশ্য জানা যায়নি। যোগাযোগ করলেও নিউজিল্যান্ড গিয়ে চিকিৎসা করানোর ব্যাপার নেই। আর তাতেই আশা করা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুস্থ হয়ে উঠবেন বুমরা। ১২ জানুয়ারির মধ্যে টিম ঘোষণা করতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। যা জানা যাচ্ছে, বুমরাকে রেখেই টিম ঘোষণা করা হবে। তবে বুমরার চোটের ব্যাপারটাও জানিয়ে রাখা হবে। যাতে পরিবর্ত পেতে অসুবিধা না হয়।

এই খবরটিও পড়ুন

অস্ট্রেলিয়া সফরে দুরন্ত ফর্মে ছিলেন বুমরা। ৫ টেস্টে ৩২টা উইকেট নিয়েছেন। কার্যত ভারতীয় টিমের হয়ে একাই লড়াই করেছেন বুমরা। সেই তাঁরই চোট নিয়ে চিন্তায় বাড়ায় বোর্ডকেও ব্যাকফুটে রাখছে। কর্তারা অবশ্য মেডিকেল টিম ও নির্বাচককে পুরো ব্যাপারটা জানিয়ে রেখেছেন। যাতে পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী টিম বানাতে সুবিধা হয়। বুমরার চোট নিয়ে সংশয় থাকলেও মহম্মদ সামি টিমে ফিরছেন, তা নিশ্চিত। বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন। হরিয়ানার বিরুদ্ধে বাংলা হারের মুখে দাঁড়িয়ে থাকলেও সামি ৩ উইকেট নিয়েছেন। নির্বাচকরা বাংলার পেসারের ফিটনেস নিয়ে সন্তুষ্ট।

Leave a Reply