সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেটে লাগাতার ব্যর্থতা। বছরের পর বছর রানের খরা। একই ভঙ্গিমায় বারবার আউট। সেইসব ব্যর্থতা কাটিয়ে উঠতে এবার ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করতে চলেছেন বিরাট কোহলি। শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে ইংলিশ কাউন্টি ক্রিকেটে নামতে পারেন বিরাট। যদিও সেটা আদৌ সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
টেস্ট ক্রিকেটে ব্যর্থতার চরম সীমায় পৌঁছে গিয়েছেন কোহলি। ২০২১ সালের পর গত ৪ বছরে বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট ক্রিকেটে অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন ২৩ বার। ২০২০ সালের পর থেকে টেস্টে বিরাটের গড় ৩০-এর নিচে। বিদেশের মাটিতে অবস্থা আরও খারাপ। ওই পাঁচ বছরে বিরাটের প্রায় সমান রান করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্সও। ২০২৪ সালে প্রথম ইনিংসে বিরাটের গড় নেমে গিয়েছে এক সংখ্যায়। কিন্তু এত ব্যর্থতার পরও ক্রিকেট ছাড়তে চান না বিরাট। কামব্যাকের রাস্তা খুঁজছেন তিনি।
এক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, আইপিএলের পর ইংলিশ কাউন্টিতে খেলতে পারেন বিরাট। ২০১২ সালের পর রনজি ট্রফিতে খেলেননি কোহলি। ভারতের ঘরোয়া ক্রিকেটে সেভাবে তাঁকে দেখাই যায় না। তবে এবার নাকি তিনি ইংলিশ কাউন্টিতে নামতে দেখা যাবে বিরাটকে। যদিও এই জল্পনায় আদৌ সত্যতা আছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, আইপিএলের সঙ্গে কাউন্টি ক্রিকেটও সমান্তরালভাবে চলবে। বিরাটকে যদি কাউন্টিতে কোনও ম্যাচ খেলতে হয় তাহলে তাঁর আইপিএলের প্লে-অফে খেলা হবে না। অর্থাৎ বিরাটের দল আরসিবি যদি আইপিএলের নকআউটে খেলার সুযোগ পায়, তাহলে তাঁর কাউন্টিতে খেলা হবে না। যদি না তিনি কাউন্টিতে খেলার জন্য আইপিএলের নক আউটে না খেলেন।
এমনিতে আইপিএলের যা সূচি তাতে মেগা টুর্নামেন্ট শেষ হওয়ার দুসপ্তাহ পরই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু। সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেটাররা টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য মাত্র ২ সপ্তাহ সুযোগ পাবেন। ফলে মানিয়ে নিতে সমস্যা হবে সকলেরই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));