জাতীয় দলে প্রত্যাবর্তন কবে? ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে মহম্মদ সামিকে নিয়ে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। সদ্য বর্ডার-গাভাসকর ট্রফিতে হার। বারবার একটা কথাই উঠে এসেছে। জসপ্রীত বুমরার সঙ্গে যদি মহম্মদ সামি থাকতেন? পরিস্থিতি হয়তো বদলে যেত। জসপ্রীত বুমরা সিরিজে ৩২ উইকেট নিয়েছেন। সিডনি টেস্টে চোটের কারণে পুরো ম্যাচ খেলতে পারেননি। বাকি বোলাররা ধারাবাহিকতা দেখাতে পারেননি। ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে দেশের হয়ে খেলেননি সামি। চোট সমস্যা বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যাবর্তনের অপেক্ষা।
রঞ্জি ট্রফি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছিল মহম্মদ সামির। এরপর সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতেও দুর্দান্ত পারফর্ম করেন। ফের চোটের কারণে রিহ্যাবে যেতে হয়। বোর্ডের তরফে মেডিক্যাল বুলেটিন দিয়ে জানানো হয়েছিল, তাঁর হাঁটুতে সমস্যা রয়েছে। ফলে বোলিংয়ের চাপ নিতে পারছে না। রিহ্য়াবের পর বিজয় হাজারে ওয়ান ডে টুর্নামেন্টে ফিরেছেন সামি। গত ম্যাচে ব্যাটে বলে নজর কেড়েছিলেন। হরিয়ানার বিরুদ্ধেও বল হাতে তিন উইকেট।
এই খবরটিও পড়ুন
সামনেই ঘরের মাঠে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজ। তবে আসল টার্গেট চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৭ সালের পর ফিরছে এই টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য ইংল্যান্ড সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। সামির প্রত্যেকটা পারফরম্যান্স এখন নির্বাচকদের কাছে বার্তা। ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দিতে হবে। দেশের অন্যতম সেরা পেসার মহম্মদ সামি সেখানে জায়গা পাবেন কি না, নজর সে দিকেই।