সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলিকে নিষিদ্ধ করে দেওয়া উচিত! বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন ব্রিটিশ পেসার স্টিভ হার্মিসন। তাঁর মতে, অজি তারকা স্যাম কনস্টাসের সঙ্গে যেভাবে ঝামেলায় জড়িয়েছেন বিরাট, সেকারণে তাঁকে নিষিদ্ধ করে দেওয়া উচিত।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনের প্রথম ঘণ্টাতেই কনস্টাস বিবাদে জড়ান তাঁর ‘প্রিয়’ ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে। ওভার শেষে ক্রিজের এপার থেকে ওপারে যাচ্ছিলেন কোহলি। দুই অজি ব্যাটারও আসছিলেন নিজেদের মধ্যে কথা বলতে। দু’জনের কাঁধে ধাক্কাধাক্কি হয়। দুজনের মধ্যে কথা কাটাকাটিও হয়। যদিও উসমান খোয়াজা এবং আম্পায়ারদের হস্তক্ষেপে বিষয়টি বেশিদূর এগোয়নি।
তবে ম্যাচ শেষে শাস্তি পেতে হয়েছে বিরাটকে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট মনে করছেন, বিরাট ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছেন। ম্যাচ শেষে পাইক্রফট কিং কোহলিকে তলব করেন। মিনিট দশেক কথা হয় দুজনের। সূত্রের খবর, বিরাট নিজের অপরাধ স্বীকার করে নেন। শাস্তি হিসাবে বিরাটকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। সঙ্গে তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা হিসাবে কাটা হয়। যদিও বর্ডার-গাভাসকর ট্রফি শেষ হওয়ার পরে সৌজন্য দেখা যায় বিরাট-কনস্টাসের মধ্যে।
গোটা ঘটনা নিয়ে প্রাক্তন ইংরেজ তারকা মুখ খোলেন একটি পডকাস্টে। তিনি বলেন, “মাঠে কোহলি যা করেছে, সেটা পুরোপুরি আইনবিরুদ্ধ। ও যা করেছে, তার জন্য নিষিদ্ধ করে দেওয়া উচিত ছিল। ক্রিকেটার হিসাবে বিরাটকে আমি খুবই পছন্দ করি। কিন্তু মাঠে সমস্তকিছুর একটা সীমা থাকে। সেটা বজায় রাখা উচিত।” তবে কনস্টাসকেও হুঁশিয়ারি দিয়েছেন হার্মিসন। তাঁর মতে, অযথা প্রতিপক্ষকে উত্তেজিত করেন তরুণ তুর্কি। এই ধরনের আচরণ বন্ধ করতে হবে।