সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হয় আমার মত হও, নয়তো বিদায় হও! বিরাট কোহলি জমানায় এমনই ছিল ভারতীয় দলের অঘোষিত নিয়ম। বিস্ফোরক দাবি করলেন কোহলির প্রাক্তন সতীর্থ তথা টি-২০ বিশ্বকাপ জয়ী তারকা রবীন উথাপ্পা। প্রাক্তন কেকেআর তারকা বলছেন, স্রেফ ফিটনেস পরীক্ষায় পাশ করতে না পারায় বিরাট ক্যানসারজয়ী যুবরাজকেও ন্যূনতম সুযোগ দেননি।
উথাপ্পার দাবি, বিরাটের আমলে দলে সবকিছুই চলত তাঁর মর্জিমতো। ও সবসময় চাইত, সবাই ওর মতো হবে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলছেন, “কিছু কিছু নেতা থাকে, যারা ক্রিকেটারদের কাছ থেকে একটা নির্দিষ্ট স্তরের পারফরম্যান্স প্রত্যাশা করে। তার চেয়ে কম হলে চলবে না। এই ধরনের নেতারা অনেক সময়ই ক্রিকেটারদের হতাশার কারণ হয়ে দাঁড়ান।”
এরপরই যুবরাজের উদাহরণ তোলেন উথাপ্পা। তিনি দাবি করেন, “যুবরাজ যখন ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে জিতে এসে দলে কামব্যাক করার চেষ্টা করছেন, তখন কোহলি অধিনায়ক ছিলেন। কিন্তু ফিটনেসের মাপকাঠিতে পাশ করতে না পারায় যুবরাজকে সেসময় সুযোগ দেওয়া হয়নি। উথাপ্পার দাবি অনুযায়ী, যুবরাজ বারবার অনুরোধ করেছিলেন অন্তত ২ পয়েন্টের ছাড় দিতে। প্রথমে যুবি পাজি ফিটনেসে পাশ করতে না পারায় টিমে ঢুকতে পারেননি। পরে ফিটনেস টেস্ট পাশ করে দলে ঢুকে পড়েন। কিন্তু একটা টুর্নামেন্ট খারাপ যায়। তারপর আর সুযোগই পাননি তিনি। আর ফিটনেসের পরীক্ষা দেননি যুবরাজ।” উথাপ্পার দাবি অনুযায়ী সেসময় দলের নেতা ছিলেন বিরাট। সবটা হয়েছিল তাঁর কথামতোই।
আরসিবিতে থাকাকালীন সামান্য কিছুদিন বিরাটের অধিনায়কত্বে খেলেছেন উথাপ্পা। তিনি বলছেন, বিরাটের অধিনায়কত্বের ধরন ওইরকম, ‘হয় আমার মত হও, নয়তো বিদায় হও।’ ক্রিকেটারদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত, কীভাবে কোন ব্যক্তির সঙ্গে কথা বলা উচিত, সেটাও গুরুত্বপূর্ণ।