সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হিন্দি আগ্রাসনে’র বিরুদ্ধে বারবার রুখে দাঁড়ানোর ইতিহাস রয়েছে তামিল জাতির। এবার সেই ইতিহাস আরও একবার মনে করিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তারকা ক্রিকেটার সাফ জানালেন, হিন্দি মোটেই ভারতের জাতীয় ভাষা নয়। কাজ চালানোর জন্য হিন্দি ব্যবহার করা হয়।
অবসর নেওয়ার পর একাধিক অনুষ্ঠানে অতিথি হিসাবে দেখা যাচ্ছে অশ্বিনকে। বৃহস্পতিবার একটি কলেজের সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানেই উঠে আসে হিন্দি বিতর্ক। পড়ুয়াদে সঙ্গে কথা বলতে গিয়ে অশ্বিন বলেন, “কেউ যদি ইংরাজি বা তামিল ভাষায় স্বচ্ছন্দ না হন, তাহলে হিন্দিতে প্রশ্ন করতে পারেন।” তারকা ক্রিকেটারের মুখে এমন কথা শুনে খানিকটা স্তব্ধ হয়ে যায় অনুষ্ঠানস্থল। সেটা খেয়াল করেই অশ্বিন স্পষ্ট করে বলেন, “আমার মনে হয় এটা বলা উচিত। হিন্দি কিন্তু আমাদের জাতীয় ভাষা নয়। এটা আমাদের কাজের ভাষা।”
উল্লেখ্য, তামিলনাড়ু-সহ গোটা দক্ষিণ ভারতের রাজ্যগুলি হিন্দি আগ্রাসনের বিরোধিতা করেছে বারবার। ১৯৩০-৪০ সালে তামিলনাড়ুর স্কুলগুলিতে হিন্দি ভাষা বাধ্যতামূলক করা হয় পড়ুয়াদের জন্য। সেই ঘটনার তীব্র প্রতিবাদে শামিল হয় তামিল জনতা। তাঁদের মত ছিল, যেকোনও জাতির নিজস্ব ভাষা হল ওই জাতির পরিচয়। সেই ভাষার বদলে অন্য কোনও ভাষা বলা বা লেখার জন্য বাধ্য করার অর্থ হল ওই জাতির পরিচয় ধ্বংস করা। সেই আবেগকেই ফের উসকে দিয়েছেন তামিলনাড়ুর ভূমিপুত্র অশ্বিন।
প্রসঙ্গত, বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন অশ্বিন। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্রয়ের পর আচমকাই সাংবাদিক সম্মেলনে হাজির হন তিনি। অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে অবসর ঘোষণা করেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ক্লাব স্তরে দেখা যাবে তারকা স্পিনারকে। আপাতত নিজের ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত রয়েছেন অশ্বিন।