সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবসর নিতে চলেছেন রবীন্দ্র জাদেজা? আচমকাই জল্পনা তুঙ্গে উঠল জাড্ডুর ভবিষ্যৎ নিয়ে। যার নেপথ্যে ভারতের তারকা অলরাউন্ডের ইনস্টাগ্রাম স্টোরি। আচমকা তাঁর এই পোস্ট ঘিরে সোশাল মিডিয়ায় শুরু অবসরের আলোচনা।
বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত ১-৩ ব্যবধানে হেরেছে। সেখানে প্রথম দুটি টেস্টে জাদেজা খেলেননি। কিন্তু গাব্বায় তাঁর ৭৭ রানের সৌজন্যে ভারত ফলো অন বাঁচিয়েছিল। যদিও নীচের সারিতে আরও ভরসা দিতে পারতেন তিনি। ১৩৫ রানের পাশাপাশি মাত্র ৪টি উইকেট পেয়েছেন। ভারতের ব্যর্থতার পর রোহিত-বিরাটের পাশাপাশি জাদেজাকে বসানোর কথাও উঠেছে। সেই আবহে তাঁর ইনস্টাগ্রাম স্টোরি দেখে অনেকেই মনে করছেন অবসর হয়তো আসন্ন।
কী স্টোরি দিলেন জাদেজা? শেষ টেস্ট খেলা হয়েছিল সিডনিতে। সেখানে গোলাপি জার্সি পরে নেমেছিল দুই দলই। সেই জার্সিই ইনস্টাগ্রামে দিলেন জাদেজা। আর তাতেই তুঙ্গে উঠল জল্পনা। হঠাৎ কেন নিজের জার্সির ছবি পোস্ট করলেন তারকা অলরাউন্ডার? তাহলে কি বিদায় আসন্ন? উল্লেখ্য, ভারতের অজি সফরের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সতীর্থ স্পিনারের পথই কি নেবেন জাদেজা?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ছাড়পত্র পায়নি ভারত। এর পরের টেস্ট সিরিজ চলতি বছরের জুন মাসে। ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। অর্থাৎ পরবর্তী ম্যাচের জন্য ছ’মাস অপেক্ষা করতে হবে জাদেজাকে। গত বছর বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁর জায়গা পাকা নয়। ফলে টেস্ট ক্রিকেট থেকে তাঁর অবসরের সম্ভাবনা নিয়ে চর্চা শুরু হয়েছে। সোশাল মিডিয়ায় বিদায়ী বার্তাও দিচ্ছেন ভক্তরা। এবার দেখার জাড্ডু কী করেন?
Ravindra Jadeja’s Instagram story. 🌟🇮🇳 pic.twitter.com/vacB7do0HB
— Tanuj Singh (@ImTanujSingh) January 10, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));