প্রশ্নের ঝাঁপি নিয়ে প্রেমানন্দ মহারাজের শরণে সপরিবারে বিরাট কোহলি


ভামিকা, অকায়কে নিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে বিরুষ্কা।Image Credit source: X

কলকাতা: এ বারের বর্ডার গাভাসকর ট্রফিতে নিজের সেরা ছন্দে দেখা যায়নি বিরাট কোহলিকে। পারথে সেঞ্চুরি ছাড়া অজি সফরে কোহলির ব্যাট জ্বলে ওঠেনি। দেশে ফেরার পর এ বার বৃন্দাবনে ছুটলেন বিরাট। একা অবশ্য যাননি তিনি। স্ত্রী অনুষ্কা শর্মা ও দুই সন্তানও কোহলির সঙ্গে গিয়েছেন। বিগত কয়েক বছর ধরে আধ্যাত্মিকতার সঙ্গে আলাদা টান দেখা যাচ্ছে বিরাট কোহলির। বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা ও কিং কোহলিকে মাঝে মাঝেই লন্ডনে কৃষ্ণদাসজির কীর্তন শুনতেও দেখা গিয়েছে। কখনও তাঁরা একসঙ্গে গিয়েছেন নিম করোলি বাবার আশ্রমে, কখনও পৌঁছে গিয়েছেন বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজজির কাছে। এ বার অকায় ও ভামিকাকে নিয়ে বিরুষ্কা ফের হাজির আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের আশ্রমে। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় বিরুষ্কার যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে, বিরাট ও অনুষ্কা প্রথমেই সাষ্টাঙ্গে প্রণাম করেন প্রেমানন্দ মহারাজ। এরপর দেখা যায় অনুষ্কার কোলে বসে ছোট্ট অকায়। আর বিরাটের কোলে মেয়ে ভামিকা। অনুষ্কা হাসিমুখে কথা বলতে শুরু করেন প্রেমানন্দ মহারাজজির সঙ্গে। তিনি বলেন, ‘গত বার যখন এসেছিলাম, মনে কিছু প্রশ্ন ছিল। আমার মনে হচ্ছিল জিজ্ঞাসা করি। কিন্তু আরও যাঁরা বসেছিলেন সেখানে, তাঁদের মধ্যে থেকে কেউ না কেউ সেই প্রশ্ন আপনাকে করছিল। এখানে আসার কথা যখন হয়েছিল, আমি মনে মনে আপনার সঙ্গে কথা বলছিলাম। পরের দিন যখন ক্রান্তি বার্তালাপ খুলছিলাম, কেউ না কেউ প্রশ্ন করছিল। আপনি শুধু আমাকে প্রেম ভক্তি দিন।’

এরপর প্রেমানন্দ মহারাজ বলেন, ‘এনারা খুবই সাহসী। সংসারে এত সম্মান পাওয়ার পর ভক্তির দিকে আসা খুবই কঠিন কাজ।’ এরপর হাসতে হাসতে তিনি বলেন, ‘আমার মনে হয় আপনার (অনুষ্কা) ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ হওয়ার প্রভাব ওনার (বিরাট) উপর পড়বে। ভক্তির উপরে কিছু নেই। ঈশ্বরে ভরসা রাখো। নাম জপ করো। খুশি থাকো।’



Leave a Reply