মাঠে চলছে ইস্টবেঙ্গল অনুশীলন, গ্যালারিতে গুপ্তচর মোহনবাগানের! মোলিনার জবাব


ইস্টবেঙ্গল অনুশীলনে গুপ্তচর মোহনবাগানের! মোলিনার জবাবImage Credit source: X

কলকাতা: ১২ জানুয়ারির কলকাতা ডার্বি এ বার কলকাতায় নয়। গুয়াহাটিতে হবে বড় ম্যাচ। ডার্বির আগে একাধিক চোট আঘাতের সমস্যা ইস্টবেঙ্গলে। রয়েছে কার্ড সমস্যাও। আর প্রতিপক্ষ মোহনবাগানের কী হাল? বাগান শিবিরেও চোট আঘাতের চিন্তা রয়েছে। গুয়াহাটি উড়ে যাওয়ার আগে কলকাতায় প্রেস কনফারেন্সে দলের অবস্থা, ভাবনা ও পরিকল্পনা নিয়ে জানিয়েছেন সবুজ-মেরুন কোচ জোসে মোলিনা। এরই মাঝে খবর, ইস্টবেঙ্গলের অনুশীলনে ‘গুপ্তচর’ পাঠিয়েছিল মোহনবাগান। এটা কি সত্যি? এ প্রশ্নের উত্তরও দিয়েছেন মোলিনা।

সাংবাদিক সম্মেলনে মোলিনাকে প্রশ্ন করা হয়, ‘আপনারা কি ওপর থেকে ইস্টবেঙ্গলের অনুশীলনে দেখছিলেন?’ উত্তরে মোলিনা বলেন, ‘কখনই নয়। আমি এই সব সমর্থন করিনা। আমি আমার টিম নিয়ে ভাবি।’ ডার্বির আগে চোট চিন্তা শুধু ইস্টবেঙ্গল শিবিরে নয়, তা চাপের মোহনবাগানের জন্যও। একইসঙ্গে স্টুয়ার্টকে কখন নামানো হবে সেই প্রশ্ন রাখা হয় মোলিনার কাছে। তিনি বলেন, ‘অনিরুদ্ধ থাপা, আশিক, ধীরজ খেলবে না। এটা ফুটবল। চোট খেলার অঙ্গ। দলে যারা খেলার জন্য তৈরি আছে তাদের নিয়েই ভাবছি। আর স্টুয়ার্টকে কখন নামাব, এটা নিয়ে কিছু বলব না। খেলার অংশ। আমি পেশাদার। আবেগ নিয়ে ভাবি না। আমার কাজ সেরা দল মাঠে নামিয়ে জেতা। ডার্বিতে সেভাবে আলাদা প্যাশন নেই।’

এই খবরটিও পড়ুন

শুরু থেকে শেষ অবধি ইস্টবেঙ্গলকে চাপে রেখে, নিজেদের সেরাটা দেওয়ার কথা ছেলেদের পরিষ্কার জানিয়েছেন মোলিনা। তিনি বলেন, ‘ফুটবল ৯০ মিনিটের খেলা। প্রথম ১৫ মিনিট, শেষ ১৫ মিনিটে আমি বিশ্বাসী নই। ৯০ মিনিট নিয়েই ভাবছি।’ ঘরের মাঠে খেলা হলে স্টেডিয়ামে তিল ধরার জায়গা থাকে না। গুয়াহাটিতে ইস্ট-মোহন সমর্থকরা কি যাবেন? এই প্রসঙ্গে মোলিনা বলেন, ‘সমর্থকরা আমাদের শক্তি। অনেকে ট্রাভেল করবে। মনে হয় না গ্যালারি আমাদের বিপক্ষে থাকবে।’

Leave a Reply