সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট থেকে রাজনীতি, যেখানেই পা রেখেছেন সাফল্য তাঁর পা ছুঁয়েছে। ২২ গজে বিশ্বজয়ের পর তৃণমূলের হাত ধরে রাজনীতির মাঠেও তাঁর বিধ্বংসী ব্যাটিং দেখেছে দেশ। এবার অন্যরূপে ধরা দিলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। রাজনীতি থেকে খানিক বিরতি নিয়ে তীর্থে গেলেন সিনিয়র পাঠান। ইউসুফের হজযাত্রার সেই ছবি সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
নিজের তীর্থযাত্রার ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ইউসুফ নিজেই। যেখানে দেখা যাচ্ছে, মাথা মুণ্ডন করিয়ে মক্কায় হজযাত্রায় গিয়েছেন তৃণমূল সাংসদ। সাদা রংয়ের ধর্মীয় পোশাক গায়ে জড়িয়ে অন্যান্য হজযাত্রীদের ভিড়ে মিশে রয়েছেন রয়েছেন তিনি। ইউসুফের সঙ্গে রয়েছেন তাঁর পুত্রও। এই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে সাংসদ লিখেছেন, ‘পরিবারের সঙ্গে উমরাহ করার সৌভাগ্য হয়েছে আমার। আল্লা আমাদের আশীর্বাদ করুন আর সমস্ত অশুভ শক্তি থেকে আমাদের রক্ষা করুন।’
ভারতের ওয়ান ডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইউসুফ পাঠান। বিশ্বজয়ের পর ‘ক্রিকেটের ঈশ্বর’ শচীনকে কাঁধে চড়িয়ে তাঁর মাঠ প্রদক্ষিণের ছবি অমর হয়ে রয়েছে। তবে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর সম্প্রতি রাজনীতির মাঠে পা রেখেছেন ইউসুফ। লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়ে সেখানকার হেভিওয়েট কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীকে হারিয়ে সকলে চমকে দেন তিনি। সাংসদ হওয়ার পর সংসদ কক্ষেও নিয়মিত উপস্থিত থাকতে দেখা গিয়েছে ইউসুফকে। আপাতত ছুটি রয়েছে সংসদ। সেই সুযোগে রাজনীতি থেকে খানিক বিরতি নিয়ে সপরিবারে তীর্থযাত্রায় গেলেন তৃণমূল সাংসদ।
View this post on Instagram