নতুন অধিনায়ক খুঁজে নিন! বোর্ডকে সময়সীমা বেঁধে দিলেন রোহিত


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফি হারের পর রোহিত-বিরাটের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। চলছে তাঁদের অবসর নিয়ে জল্পনাও। শোনা যাচ্ছে, সেই নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনায় বসেন রোহিত। সেখানে কথাবার্তা হয় তাঁর নেতৃত্বের প্রসঙ্গ নিয়েও।

রোহিত যদি সরে দাঁড়ান, তাহলে ভারতের অধিনায়ক কে হবেন? ক্রিকেটমহলের একাংশের মতে প্রথম নামটি হওয়া উচিত জশপ্রীত বুমরাহর। অন্তত লাল বলের ক্রিকেটে তাঁকেই দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে। যদিও ভারত পরের টেস্ট সিরিজ খেলবে জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে। ফলে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই।

এদিকে ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে যে রোহিত শর্মার নেতৃত্বেই টিম ইন্ডিয়া নামবে, সে কথা বলাই বাহুল্য। অধিনায়কও থাকবেন তিনিই। ফলে এখন ওয়ানডে ক্রিকেটে নেতৃত্ব বদলের প্রশ্নই আসছে না। সে সব বিষয়ও মাথায় রাখতে হচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদপত্রের মতে অধিনায়কত্ব নিয়ে রোহিত তাঁর মতামত স্পষ্ট করে জানিয়েছেন। হিটম্যানের বক্তব্য, তিনি আরও কিছু মাস দেশকে নেতৃত্ব দিতে চান। তার মধ্যে বিসিসিআই যেন তাদের পছন্দসই অধিনায়ক খুঁজে নেয়। আর সেই সম্ভাব্য অধিনায়ককে রোহিতও পূর্ণ সমর্থন জানাবেন।

অজি সফরের ব্যর্থতার পর এদিন রোহিতের সঙ্গে অনেক বিষয় নিয়েই বোর্ডের আলোচনা হয়। উপস্থিত ছিলেন কোচ গৌতম গম্ভীরও। প্রসঙ্গত, বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়েছেন রোহিত। সেই দায়িত্ব ভালোভাবেই সামলাচ্ছেন সূর্যকুমার যাদব। ফলে সমস্ত ধাঁধা এখন টেস্ট ও ওয়ানডে নেতৃত্ব নিয়ে। 

Leave a Reply