সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থতার পর প্রকাশ্যে এলেন বিনোদ কাম্বলি। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম প্রতিষ্ঠার পঞ্চাশতম বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠানে সর্বসমক্ষে এলেন তিনি। সেখানে ছিলেন আরও এক ক্রিকেটার। যিনি সাম্প্রতিক সময়ে ক্রিকেটের বাইরে বিভিন্ন কারণে শিরোনামে এসেছেন। তিনি পৃথ্বী শ।
গত বছরের শেষ দিকে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন বিনোদ কাম্বলি। তাঁকে থানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রথমে প্রস্রাবে সংক্রমণের সমস্যার জন্য ভর্তি হলেও পরবর্তীতে ডাক্তাররা জানান, কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। যদিও ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁকে দেখে অনেক ভক্তই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। ধন্যবাদ জানিয়ে ছিলেন ছোটবেলার বন্ধু শচীন তেণ্ডুলকরকেও।
এক সময়ে বিশ্লেষণ চলত প্রতিভার বিচারে দুই বন্ধুর মধ্যে কে এগিয়ে? কিন্তু সময়ের ধারাপাতে শচীন হয়ে গিয়েছেন কিংবদন্তি। আর রমাকান্ত আচরেকরের আরেক ছাত্র ক্রমশ হারিয়ে গিয়েছেন। মদ্যপান থেকে উচ্ছ্বৃঙ্খল জীবনযাপন, কাম্বলির পতনের জন্য অনেক কারণকেই দায়ী করা হয়। ঠিক একই ভাবে পৃথ্বী শ-কে ভারতের নতুন তারকা বলে ধরা হত। তুলনা হয়েছিল শচীন তেণ্ডুলকরের সঙ্গেও। কিন্তু ভারতীয় ক্রিকেটের মূল বৃত্ত থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলার অভাব, ওজন নিয়ে সচেতনতার অভাবের মতো অভিযোগ রয়েছে।
সেই দুজনেই এবার ধরা পড়লেন ওয়াংখেড়ে স্টেডিয়ামের অনুষ্ঠানে। পৃথ্বী শ-র গালে হাত দিয়ে স্নেহসূচক বার্তাও দেন কাম্বলি। যদিও তাঁদের মধ্যে কী কথা হয়েছে জানা যায়নি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি সুনীল গাভাসকরও। তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন কাম্বলি।