ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী সংস্করণ শুরুর দিন জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ১০ দলের পুরুষদের এই টুর্নামেন্টের আগে রয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ। দুটি টুর্নামেন্টেরই দিন ঘোষণা বোর্ডের। আইপিএল শুরু ২১ মার্চ। আর ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে যাচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগের পরবর্তী সংস্করণ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ২০২৫ সংস্করণের উদ্বোধনী ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। আইপিএল ফাইনালও হবে ইডেনেই।
এ দিন ভারতীয় বোর্ডের বিশেষ বার্ষিক সভা ছিল। সেখানেই সিদ্ধান্ত হয়েছে ২১ মার্চ আইপিএল শুরুর কথা। ফাইনাল হতে চলেছে ২৫ মে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশনের আগেই প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে আগামী তিন সংস্করণের উইন্ডোর কথা জানিয়ে দিয়েছিল বোর্ড। টিমগুলি যাতে আগে ভাগেই নিজেদের পরিকল্পনা গড়তে পারে। ২০২৫ সালের আইপিএলের উইন্ডো ছিল ১৫ মার্চ থেকে ২৫ মে। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ৯ মার্চ। দুই টুর্নামেন্টের মাঝে অন্তত দু-সপ্তাহের গ্যাপ রাখতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সে কারণেই ২১ মার্চ থেকে আইপিএল শুরুর পরিকল্পনা। এ মাসের শেষেই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশের সম্ভাবনা।
বিস্তারিত আসছে…