সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুজনেই ফুটবলের কিংবদন্তি। তাঁদের প্রতিদ্বন্দ্বিতা বিভক্ত করেছে ফুটবল দুনিয়াকে। তাঁদের নিয়ে তুমুল বিতর্ক বাঁধে ভক্তদের মধ্যে। কিন্তু কেমন হত, যদি দুজনে একই দলে খেলতেন? সেই সম্ভাবনাও তৈরি হতে পারত। অন্তত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ প্যাট্রিস এভ্রা তেমনটাই দাবি করছেন।
২০০৯ সালে ইংল্যান্ডের ক্লাব ছেড়ে রিয়াল মাদ্রিদে সই করেন রোনাল্ডো। ২০১৮ সালে চলে যান ইটালির জুভেন্টাসে। অন্যদিকে মেসির কেরিয়ারের দীর্ঘ সময় কেটেছে বার্সেলোনায়। তবে ২০২১-এ আচমকা তিনি ছোটবেলার ক্লাব ছেড়ে চলে যান ফ্রান্সের পিএসজি-তে। যেখানে যখন ছিলেন নেইমার, এমবাপেরা। তবে এভ্রার মত অনুযায়ী, সেখানে তখন রোনাল্ডোও থাকতে পারতেন।
কীভাবে? ২০১৮ সালে রোনাল্ডোর কাছে জুভেন্টাসের বদলে পিএসজি-তে যাওয়ার সুযোগ ছিল। তিনি ইচ্ছুকও ছিলেন। এভ্রা বলছেন, “ওই সময়ে রোনাল্ডোর কাছে অনেকগুলো ক্লাবের দরজা খোলা ছিল। যেমন, চেলসি, জুভেন্টাস, প্যারিস। এমনকী পিএসজি-র যে পরিকল্পনা ছিল, সেটাও পছন্দ হয়েছিল ওর। জুভেন্টাসে সই করার আগে রোনাল্ডো প্যারিসেও যেতে পারত। কিন্তু আর্সেনালে ও কোনওদিনই খেলত না।” ফলে ২০২১-এ মেসি সেখানে এলে দুজনকে একসঙ্গে খেলতে দেখা যেত।
তবে একটি বিষয়ে মেসির থেকে প্রাক্তন সতীর্থকে অনেকটাই এগিয়ে রেখেছেন এভ্রা। ফ্রান্সের প্রাক্তন ফুটবলার বলছেন, “আমার মতে মেসি ফ্রান্সকে ঘৃণা করে। একটা সাক্ষাৎকারে ও বলেছিল যে, ফ্রান্স ছাড়তে চায়। আপনি রোনাল্ডোকে নিয়ে যা খুশি বলতে পারেন। কিন্তু রোনাল্ডো মানিয়ে নিতে পারে, যেটা সৌদি আরবেও করেছে। আর দেখুন, সেখানে কী অসাধারণ খেলছে!”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));