সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিস্ফোরক যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। এর আগে মহেন্দ্র সিং ধোনিকে বহুবার তোপ দেগেছেন যুবরাজের বাবা। এবার তাঁর নিশানায় কপিল দেব। পুরনো ঘটনার কথা তুলে তিনি বলছেন, ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে একবার গুলি করে মারতেও গিয়েছিলেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে যুবির বাবা বলছেন, “যখন কপিল দেব ভারত, নর্থ জোন ও হরিয়ানার অধিনায়ক হন, তখন আমাকে অকারণেই বসিয়ে দিয়েছিল। আমার স্ত্রী চাইছিল, যেন আমি কপিলকে কিছু প্রশ্ন করি। উত্তরে আমি স্ত্রীকে বলি, কপিলকে আমি উপযুক্ত শিক্ষা দেব।”
আর সেই ‘শিক্ষা’ দেওয়ার জন্য তিনি কপিলের বাড়ি যান। তারপরের ঘটনা তুলে ধরে যোগরাজ বলেন, “আমি পিস্তল বের করে কপিলের বাড়িতে গিয়ে পৌঁছই। কপিল ওর মাকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছিল। আমি ওকে বলি, তোমার জন্য আমি একজন বন্ধুকে হারিয়েছি। আর তুমি যা করেছ, তার জন্য তোমাকে মূল্য দিতে হবে।”
তারপর কী করেছিলেন? যোগরাজের বক্তব্য, “আমি ওকে আরও বলি, ‘আমি গুলি করে তোমার খুলি উড়িয়ে দিতে পারি। সেটা করছি না কারণ তুমি মাকে সঙ্গে নিয়ে এসেছ। তোমার মা খুব ধার্মিক।’ স্ত্রীকে নিয়ে আমি চলে আসি। সেই সময়েই ঠিক করি, আর ক্রিকেট খেলব না। কিন্তু যুবরাজকে তৈরি করব।”
উল্লেখ্য, এর আগেও কপিল দেবকে নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। যুবির বাবা বলেছিলেন, “কপিল দেব আমাদের সময়ের সেরা অধিনায়ক। আমি ওকে বলেছিলাম, দেখবে একসময়ে গোটা বিশ্ব তোমাকে অভিশাপ দেবে।” সেই সময় ধোনিকে নিয়েও কটূক্তি করেন। পরে অবশ্য যুবিকে বলতে শোনা যায়, “আমার মনে হয় বাবার মানসিক সমস্যা রয়েছে। যদিও বাবা তা স্বীকার করতে চায় না।”