চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরা-হীন ভারত? তারকা বোলারকে নিয়ে ধোঁয়াশা বাড়ছে


চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরা-হীন ভারত? তারকা বোলারকে নিয়ে ধোঁয়াশা বাড়ছেImage Credit source: PTI FILE

কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফির দিন এগিয়ে আসছে। ভারতীয় তারকা বোলার জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) নিয়ে চিন্তাও বাড়ছে। বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্ট ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। যে কারণে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বোলিংও করেননি। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ সকলের। সম্প্রতি তাঁর যে হেলথ আপডেট পাওয়া গিয়েছে, তা আবার চিন্তা বাড়িয়েছে। বোর্ডের নিকট সূত্রের দাবি, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় স্কোয়াডে বুমরার নাম থাকবে। কিন্তু তিনি খেলতে পারবেন কিনা, তা নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থা কেমন থাকে তার উপর। এই পরিস্থিতিতে ক্রিকেট মহলে বলাবলি হচ্ছে, তা হলে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরা-হীন ভারতকে দেখা যাবে? সেই আশঙ্কা কিন্তু ওড়ানো যাচ্ছে না।

শীঘ্রই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে দেখা যাবে বুমরাকে। এ নিয়ে বোর্ডের এক সূত্রের খবর অনুযায়ী, ‘চোট সারানোর জন্য জসপ্রীত বুমরাকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যেতে বলা হয়েছে। আমাদের আশা এই যে, তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে পাওয়া যাবে নাকি তা এখনই বলা যাচ্ছে না। এ বিষয়ে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন। অস্থায়ী দলে তিনি থাকবেন বলেই মনে করা হচ্ছে। শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

এই খবরটিও পড়ুন

একইসঙ্গে ওই সূত্র এও বলেছে, ‘প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, বুমরার কোনও চিড় নেই। তবে তাঁর পিঠে ফোলাভাব রয়েছে। এ বার এনসিএতে তাঁর চোটের বিষয়টা লক্ষ্য রাখা হবে। তাঁকে সেখানকার চিকিৎসকদের পর্যবেক্ষণ করবেন। সেখানে প্রায় তিন সপ্তাহ তিনি থাকবেন। তবে এরপরও তাঁকে একটি বা দুটো ম্যাচ খেলতে হবে। ফিটনেস টেস্টের জন্য হয়তো ম্যাচ সিচুয়েশনও তৈরি করা হবে।’

Leave a Reply