প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি জেমাইমার, ওয়ানডেতে ইতিহাস গড়লেন ভারতের মেয়েরা


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটের ইতিহাস নয়া রেকর্ড গড়ল উইমেন ইন ব্লু। ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ রান তুললেন স্মৃতি মান্ধারা। রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ারে প্রথমবার সেঞ্চুরি হাঁকান জেমাইমা রডরিগেজ। তাঁর ইনিংসে ভর করেই ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান উঠল।

এতদিন পর্যন্ত এক ইনিংস ভারতের মহিলা ব্রিগেডের সর্বোচ্চ রান ছিল ৩৫৮। আয়ারল্যান্ডের বিরুদ্ধেই এই রান তুলেছিল ভারতের মহিলা ব্রিগেড। এবার সেই রেকর্ড ভেঙে চুরমার করলেন জেমাইমারা। রবিবার রাজকোটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে ভারত। অধিনায়ক স্মৃতির সঙ্গে ওপেন করতে নামেন প্রতিকা রাওলা। মাত্র ১৯ ওভারে ১৫৬ রান ওঠে তাঁদের ওপেনিং জুটিতে। হাফসেঞ্চুরি হাঁকান দুই ওপেনারই।

তবে খুব তাড়াতাড়ি দুজনের উইকেট হারায় ভারত। তাতে ভারতের রান তোলার গতিও খানিকটা কমে। তবে শেষ ১০ ওভারে ফের সংহারমূর্তি ধারণ করেন ভারতীয় ব্যাটাররা। ওই সময়ে ১০২ রান ওঠে স্কোরবোর্ডে। প্রথমবার আন্তর্জাতিক সেঞ্চুরি আসে জেমাইমার ব্যাট থেকে। ৯১ বলে ১০২ রান করেন তিনি। ১২টি বাউন্ডারিতে ইনিংস সাজিয়েছেন মিডল অর্ডার ব্যাটার। ক্রিজের অপর প্রান্তে জেমাইমাকে যোগ্য সঙ্গত করেন হরলীন দেওল। ৮৪ বলে ৮৯ রান করেন তিনি। সবমিলিয়ে ৫০ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ৩৭০ রান তোলে ভার‍ত।

গত মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাড়ে তিনশো রানের গণ্ডি পেরিয়েছিল উইমেন ইন ব্লু। তবে এবার নতুন নজির তৈরি হল স্মৃতিদের দাপটে। ৩৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে চাপে পড়ে গিয়েছে আয়ারল্যান্ড। ৪০ ওভার শেষে মাত্র ১৮৪ রান তুলতে পেরেছে তারা। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে জিতে গিয়েছে ভারত। রবিবার জিতলে সিরিজও পকেটে পুরবে উইমেন ইন ব্লু। 

Leave a Reply