সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। দল ঘোষণা করা শুরু করে দিয়েছে দেশগুলি। বাংলাদেশের পর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল জানিয়ে দিল আরও দুটি দেশ। তাদের মধ্যে নিউজিল্যান্ড রয়েছে ভারতের গ্রুপে। অন্যদিকে দল ঘোষণা করেছে আফগানিস্তানও। কিন্তু ভারতের দল জানা যাবে কবে?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে আছে ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তান। তার মধ্যে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল জানিয়ে দিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউয়িদের নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। ২০২৩-র একদিনের বিশ্বকাপের পর ওয়ানডে দলে ফিরলেন কেন উইলিয়ামসন। একইভাবে প্রত্যাবর্তন ঘটল ডেভন কনওয়ে ও লকি ফার্গুসনের। নিউজিল্যান্ড ও পাকিস্তানের লড়াই দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি।
Ready for Pakistan and UAE 🏏 #ChampionsTrophy pic.twitter.com/Q4tbhqm0xi
— BLACKCAPS (@BLACKCAPS) January 11, 2025
অন্যদিকে ‘বি’ গ্রুপে থাকা আফগানিস্তানও দল জানিয়ে দিল। দলকে নেতৃত্ব দেবেন হাজমাতুল্লাহ শাহিদি। আছেন রশিদ খান, গুলবাদিন নাইব, আজমাতুল্লাহ ওমরজাই, রহমানুল্লাহ গুরবাজের মতো তারকা। তবে দলে ঠাঁই হয়নি স্পিনার মুজি-উর-রহমানের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানদের প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এই গ্রুপে রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও।
Happy with our 15-member #AfghanAtalan lineup for the ICC Champions Trophy!? 🤩🏆#ChampionsTrophy 🔗: https://t.co/uZfvLZ8U8D pic.twitter.com/7bmUJuzHFb
— Afghanistan Cricket Board (@ACBofficials) January 12, 2025
কিন্তু ভারতের দল ঘোষণা কবে? ১৮ ও ১৯ জানুয়ারি মিটিংয়ে বসবে বিসিসিআই। সেদিনের আলোচনার মূল বিষয় হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা। অর্থাৎ, তারপরই কোন দল দুবাইয়ে আইসিসি-র প্রতিযোগিতায় খেলতে যাবে তা জানা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));