সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুরোধে কাজ হয়নি। তাই কড়া নির্দেশের পথে হাঁটতে চলেছে বিসিসিআই। সূত্রের খবর, বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে এবার রনজি খেলার নির্দেশ দেওয়া হতে পারে। দুই তারকা ক্রিকেটার রান না পেলে হয়তো ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ পাবেন না, এমনটাও শোনা যাচ্ছে বোর্ডের অন্দরে কান পাতলে।
অজি সফরে বিপর্যয়ের পরে রিভিউ মিটিংয়ে বসেছিল বিসিসিআই। ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। সেখানেই উঠে এসেছে বিরাট-রোহিতের দীর্ঘ অফ ফর্ম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একইভাবে ভুল করে আউট হয়েছেন বিরাট। স্বচ্ছন্দে ব্যাটিং করতে দেখা যায়নি রোহিতকেও। তাই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, সটান ঘরোয়া ক্রিকেটে নামিয়ে দেওয়া হতে পারে দুই মহাতারকাকে। তাঁদের নির্দেশ দেওয়া হতে পারে রনজি ট্রফিতে খেলে ফর্ম ফেরানোর জন্য।
উল্লেখ্য, জাতীয় দলের ক্রিকেটারদের রনজি-সহ অন্যান্য ঘরোয়া ক্রিকেটে খেলার নির্দেশ সাম্প্রতিক অতীতে নতুন নয়। গত বছর সেপ্টেম্বর মাসে বোর্ডের নির্দেশে দলীপ ট্রফিতে খেলতে নেমেছিলেন কে এল রাহুল, শুভমান গিল, ধ্রুব জুরেলরা। কিন্তু রোহিত-বিরাটদের নির্দেশ দেওয়া হয়নি। বোর্ড স্রেফ অনুরোধ করেছিল তাঁদের। কিন্তু বোর্ডের নির্দেশে মোটেই কান দেননি বিরাট-রোহিতরা। বরং দেখা গিয়েছিল, ছুটি কাটাতে ব্যস্ত দুই তারকা। তারপরেই অজি সফরে লাগাতার ব্যর্থতা।
সেজন্যই এবার অনুরোধ নয়, কড়া নির্দেশের পথে হাঁটতে চলেছে বিসিসিআই। সূত্রের খবর, রিভিউ মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেন দুই তারকাকে চলতি মাসে রনজি খেলতে নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, ২০১২ সালের পর রনজি ট্রফিতে খেলেননি কোহলি। ঘরোয়া ক্রিকেটে তাঁকে শেষবার দেখা গিয়েছিল ২০১৩ সালে। রোহিত শেষবার রনজি খেলেছিলেন ২০১৫ সালে। তবে এবার হয়তো রনজি ট্রফিতে অন্তত একটা ম্যাচ বোর্ডের নির্দেশে খেলতেই হবে রোহিত-বিরাটকে। সেখানে তাঁদের পারফরম্যান্স কেমন, তার উপরে কিছুটা নির্ভর করবে দুই তারকা জুন মাসে ইংল্যান্ডে যাওয়ার টিকিট পাবেন কিনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));