Kapil Dev-Yograj Singh: ‘গুলি করে খুলি ওড়াতে চাই’, পিস্তল হাতে কপিল দেবের বাড়িতে যুবরাজের বাবা, তারপর…Image Credit source: X
কলকাতা: বিস্ফোরক মন্তব্য করে মাঝে মাঝেই শিরোনামে আসেন যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) বাবা যোগরাজ সিং। ভারতের জার্সিতে তিনি একসময় খেলেছেন। পরবর্তীতে ছেলে যুবরাজের খেলার মধ্যে দিয়ে নিজেকে খোঁজার চেষ্টা করেছেন। যোগরাজ সিং মাঝে মাঝে যুবরাজের কেরিয়ারের উন্নতি না হওয়ার জন্য় মহেন্দ্র সিং ধোনিকে দায়ী করেছেন। এ বার নিজের ক্রিকেট কেরিয়ার প্রসঙ্গে বলতে গিয়ে তোপ দেগেছেন কপিল দেবের (Kapil Dev) দিকে। এক পুরনো ঘটনার কথা বলতে গিয়ে, তিনি জানান এক সময় পিস্তল হাতে নিয়ে কপিল দেবের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন যোগরাজ সিং। তারপর কী হয়েছিল?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে যুবরাজ সিংয়ের বাবা বলেছেন, ‘যে সময় কপিল দেব ভারত, নর্থ জোন ও হরিয়ানার অধিনায়ক হয়েছিল, তখন আমাকে অকারণেই দল থেকে সরিয়ে দিয়েছিল। আমার স্ত্রী সেই সময় চাইছিল, আমি যেব কপিল দেবকে কিছু প্রশ্ন করি। সেই সময় স্ত্রীকে উত্তর দিয়েছিলাম যে, কপিলকে আমি উপযুক্ত শিক্ষা দেব।’
কী সেই ‘শিক্ষা’? ৮৩-র বিশ্বজয়ী অধিনায়ককে সেই শিক্ষা দেওয়ার জন্য যোগরাজ সিং তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। এরপরের ঘটনা জানাতে গিয়ে যুবির বাবা বলেন, ‘আমি একটা পিস্তল নিয়ে সেক্টর ৯ এ কপিলের বাড়িতে হাজির হয়েছিলাম। কপিল ওর মাকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছিল। সেই সময় আমি ওকে বলেছিলাম যে, তোমার জন্য আমি এক বন্ধুকে হারিয়েছি। আর তুমি যা করেছো, তার মূল্য তোমাকে দিতেই হবে। আমি গুলি করে তোমার খুলি উড়িয়ে দিতে চাই। সেটা করছি না, তার একটাই কারণ। তুমি মাকে সঙ্গে নিয়ে এসেছো। তোমার মা খুবই ধার্মিক। এরপর স্ত্রীকে নিয়ে আমি সেখান থেকে চলে আসি। তারপরই ঠিক করি, আর ক্রিকেট খেলব না। কিন্তু যুবরাজকে আমি ঠিক তৈরি করব।’
এই খবরটিও পড়ুন
যোগরাজ এও জানান যে, পরবর্তীতে কপিল দেব তাঁর কাছে ক্ষমা চেয়েছিলেন। তাঁর কথায়, ‘কপিল আমাকে হোয়াটসঅ্যাপ টেক্সট পাঠিয়েছিল। লিখেছিল, পরের জন্মে আমরা ভাই হব। একই মায়ের গর্ভে জন্ম নেব। ও আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল। ওর সঙ্গে প্রতিশোধ নেওয়া বাকি। সেটা এখনও কষ্ট দেয়।’