সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফিতে একেবারেই ফর্মে ছিলেন না রোহিত শর্মা। ক্রিকেট মহলে জোর গুঞ্জন ছিল, কবে অবসর নিতে পারেন হিটম্যান? সূত্রের খবর, চলতি বছরেই ক্রিকেটকে বিদায় জানাতে পারেন রোহিত। তার দিনক্ষণও মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে বলে খবর।
অজি সফরে ব্যর্থতার পর বোর্ডের সঙ্গে আলোচনায় বসেন রোহিত। সেখানে উপস্থিত ছিলেন গৌতম গম্ভীরও। শোনা যাচ্ছে, সেখানে ভারতের নেতৃত্ব ও রোহিতের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। এর আগেই প্রকাশ্যে এসেছিল, অধিনায়কত্ব নিয়ে রোহিত তাঁর মতামত স্পষ্ট করে জানিয়েছেন। হিটম্যানের বক্তব্য, তিনি আরও কিছু মাস দেশকে নেতৃত্ব দিতে চান। তার মধ্যে বিসিসিআই যেন তাদের পছন্দসই অধিনায়ক খুঁজে নেয়। আর সেই সম্ভাব্য অধিনায়ককে রোহিতও পূর্ণ সমর্থন জানাবেন।
সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে যে রোহিত শর্মার নেতৃত্বেই টিম ইন্ডিয়া নামবে, সে কথা বলাই বাহুল্য। অধিনায়কও থাকবেন তিনিই। আর সূত্রের খবর, তারপরই অবসর নিতে পারেন রোহিত শর্মা। জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেই সফর পর্যন্ত অপেক্ষা করতে রাজি নন হিটম্যান।
রোহিত যদি অবসর নেন, তাহলে ভারতের অধিনায়ক কে হবেন? ক্রিকেটমহলের একাংশের মতে প্রথম নামটি হওয়া উচিত জশপ্রীত বুমরাহর। অন্তত লাল বলের ক্রিকেটে তাঁকেই দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে। কিন্তু তাঁর চোট-আঘাতের বিষয়ে সাবধানী থাকতে হবে বিসিসিআই-কে। একটা মত হচ্ছে, টি-টোয়েন্টির অধিনায়ক সূর্যকুমার যাদবকে ওয়ানডেরও দায়িত্ব দেওয়া হোক। কিন্তু সমস্যা হচ্ছে, ভারতের ওয়ানডে দলে জায়গা পাকা নয় সূর্যের। ফলে বোর্ডের সামনে এখন প্রশ্ন।