চোটপ্রবণ বুমরায় ভরসা নেই? বোর্ডের কাছে সময় চাইলেন রোহিত!


চোটপ্রবণ বুমরায় ভরসা নেই? বোর্ডের কাছে সময় চাইলেন রোহিত!
Image Credit source: Ayush Kumar/SOPA Images/LightRocket via Getty Images

কলকাতা: রোহিত শর্মার বিদায় আসন্ন। যতই এমনটা বলা হোক, পরিস্থিতি কিন্তু তা বলছে না। বরং, রোহিত ছাড়া এই মুহূর্তে ভারতের ক্যাপ্টেন হিসেবে বিকল্প খুঁজে পাচ্ছে না বিসিসিআই। তার পিছনে কাজ করছে গুরুতর কারণ। রোহিতের বদলি নেতা হিসেবে জসপ্রীত বুমরাকে দেখছেন অনেকেই। কিন্তু তাঁর চোটপ্রবণতা চিন্তায় রাখছে বোর্ডকে। অস্ট্রেলিয়া সফরেও শেষ টেস্টে চোট পেয়েছিলেন। তার জেরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানো যাবে কিনা বুমরাকে, তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে টেস্ট এবং ওয়ান ডে ফর্ম্যাটে নতুন ক্যাপ্টেন খুঁজে নেওয়া বেশ কঠিন কাজ ভারতের পক্ষে। এরই মধ্যে আবার রোহিত সময় চেয়ে বসলেন বিসিসিআইয়ের কাছে।

যা ফর্ম তাতে, রোহিতকে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ছুটি দিয়ে দিতে পারে বোর্ড। গত সপ্তাহে কোচ গৌতম গম্ভীর ও ক্যাপ্টেন রোহিতের সঙ্গে রিভিউ মিটিংয়ে বসেছিল বোর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির পর তাঁকে আর রাখা হবে না, এই বার্তাও দিতে চেয়েছিল বোর্ড। কিন্তু রোহিত নিজেই চেয়ে নিয়েছেন বাড়তি সময়। ওয়ান ডে এবং টেস্ট ফর্ম্যাটে আরও কিছুদিন ক্যাপ্টেন হিসেবে খেলা চালিয়ে যেতে চান। এর অর্থ হল, চ্যাম্পিয়ন্স ট্রফির পর ইংল্যান্ড সফরেও ক্যাপ্টেন রোহিত খেলতে চান।

বুমরার পথে না হেঁটে রোহিতকে কেন সময় দিতে চাইছে বোর্ড? এর পিছনে দুটো তত্ত্ব কাজ করছে। এক, বুমরার চোট প্রবণতা। দীর্ঘদিন ক্রিকেট যদি খেলতে হয়, তা হলে বেছে বেছে ম্য়াচ ও সিরিজ খেলতে হবে তাঁকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টেরও জোর দিতে হবে। এই পরিস্থিতিতে বুমরাকে টেস্ট এবং ওয়ান ডে-র ক্যাপ্টেন হিসেবে ভাবতে নারাজ বোর্ড। দ্বিতীয় তত্ত্ব হল, রোহিতের বিকল্প নেতা বাকিদের মধ্যে থেকে সে ভাবে খুঁজে পাচ্ছে না বিসিসিআই। টি-টোয়েন্টি ফর্ম্যাটে সূর্যকুমার যাদবকেই ক্যাপ্টেন রাখতে চায় ভারত। কিন্তু তাঁকে নিয়ে আবার ওয়ান ডে টুর্নামেন্টে খুব বেশি আশাবাদী নন কর্তারা। টেস্ট ফর্ম্যাট তো আলোচনাতেই আসছে না। বুমরাকে শুধু টেস্টের জন্য ক্যাপ্টেন করতে চাইলে ওয়ান ডে-র জন্য কাউকে ভাবতে হবে। তিন ফর্ম্যাটের জন্য তিন ক্যাপ্টেন নীতিতে বিশ্বাসী নয় বোর্ড। সেই কারণেই রোহিতই আপাতত ভালো অপশন ভারতের জন্য।

এই খবরটিও পড়ুন

প্রশ্ন তাও থাকছে। গত বছর থেকেই ব্যাটিং গড় একেবারে ভালো নয় রোহিতের। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি ভালো খেলতে না পারেন রোহিত, তা হলে কিন্তু প্রশ্ন উঠে যাবে জোরালো ভাবে। আর যদি ভালো খেলে দেন? তা হলে কিন্তু পুরো ছবিটাই বদলে যাবে। রোহিত অতীতেও হারিয়ে যেতে যেতে ফিরে এসেছেন প্রবল ভাবে। কেরিয়ারের একেবারে শেষ দিকে এসে আরও একবার সেই আগুনে ফর্মই তুলে ধরতে চাইছেন রোহিত শর্মা।

Leave a Reply