সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় আট বছর তিনি জাতীয় দলের বাইরে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে তাঁর রানের গতি থামেনি। এবার বিজয় হাজারে ট্রফিতে নয়া নজির গড়লেন করুণ নায়ার। অনবদ্য সেঞ্চুরি করে বিদর্ভকে সেমিফাইনালে তুলেছেন। তারপরই সোশাল মিডিয়ায় প্রশ্ন, জাতীয় দলে আর কতদিন ‘ব্রাত্য’ থাকতে হবে করুণ নায়ারকে?
বিজয় হাজারে ট্রফিতে বিদর্ভ দলের অধিনায়ক তিনি। কোয়ার্টার ফাইনালে রাজস্থানের ২৯১ রান তাড়া করতে নেমে করুণ ১২২ রান করেন। অন্যদিকে ধ্রুব শোরেও অপরাজিত থাকেন ১১৮ রানে। ৯ উইকেটে ম্যাচ জেতে বিদর্ভ। তবে শুধু এই ম্যাচে নয়, বিজয় হাজারে ট্রফিতে পাঁচটি সেঞ্চুরি হয়ে গেল করুণের। ৬টি ম্যাচে তাঁর পরিসংখ্যান অনেকটা এরকম- ১১২*, ৪৪, ১৬৩*, ১১১*, ১১২, ১২২*। অপরাজিত থাকায় গড় ৬৬৪!
বিজয় হাজারে ট্রফিতে এর আগে একটি মরশুমে পাঁচটি সেঞ্চুরি ছিল নারায়ণ জগদীশনের। সেই রেকর্ড স্পর্শ করলেন ৩৩ বছর বয়সি করুণ। দীর্ঘদিন কর্ণাটকের হয়ে খেলার পর ২০২৩ সাল থেকে তিনি বিদর্ভের হয়ে খেলা শুরু করেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “প্রায় ৬-৭ মাস আমি কোনও ক্রিকেট খেলতে পারিনি। তারপরই বিদর্ভে চলে আসি। আমি প্রচুর রান করতে চাইছিলাম। তার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে।”
সেই কাজটা ধারাবাহিকভাবে করে চলেছেন করুণ। পাঁচ সেঞ্চুরির পর সমর্থকদের বক্তব্য, কেন ভারতীয় দলে সুযোগ পাবেন না করুণ? ইংল্যান্ডের বিরুদ্ধে ত্রিশতরান আছে তাঁর। বর্ডার গাভাসকর ট্রফির ব্যর্থতার পর করুণকে দলে ফেরানোর বার্তা ক্রমশ শক্তিশালী হচ্ছে।
Karun Nair has scored 664 runs in Vijay Hazare trophy without being dismissed with an average of 664. How many of you think if not selected at least his name should be discussed for the ODI series against England ?
— Prasanna (@prasannalara) January 12, 2025
BCCI must back consistent performers. If Shubman Gill, averaging 35 in 32 Tests, gets endless chances, why not give Karun Nair a shot?#KarunNair #ShubhmanGill
pic.twitter.com/oCc61Z3eZl— Manoj Tiwari (@ManojTiwariIND) January 13, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));