‘মহিলাদের ক্ষমতা দিলেই সব ধ্বংস’, ইন্দিরা প্রসঙ্গ টেনে নারীবিদ্বেষী মন্তব্য যুবরাজের বাবার


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিস্ফোরক মন্তব্য যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিংয়ের। এর আগে তিনি কপিল দেব বা ধোনিকে নিয়ে সোচ্চার হয়েছিলেন। কিন্তু এবার তিনি যে মন্তব্য করলেন, তা চরম নারীবিদ্বেষী বলে সরব নেটদুনিয়া। টেনে আনলেন ইন্দিরা গান্ধীর প্রসঙ্গও। এর সঙ্গে হিন্দি ভাষাও ‘মহিলা’দের মতো বলে মনে করেন তিনি।

সম্প্রতি ইউটিউবে একটি পডকাস্ট অনুষ্ঠানে ছিলেন তিনি। সেখানে বিভিন্ন বিষয়ে যোগরাজ সিং নিজের বক্তব্য জানান। কথা প্রসঙ্গে উঠে আসে মহিলাদের তিনি কী নজরে দেখেন, সেই কথাও। সেখানে একটি অংশে যুবরাজের বাবা বলেন, “ঘরের প্রধান একজন পুরুষই হয়। আপনি কোনও মহিলাকে সংসারের দায়িত্ব দিন, সব ধ্বংস হয়ে যাবে। মহিলাদের হাতে কখনও ক্ষমতা দেবেন না। ওদের ভালোবাসা দিন, সম্মান করুন। কিন্তু ক্ষমতা পেলে সব ধ্বংস করে দেবে। কারণ ওরা ক্ষমতার জন্য ক্ষুধার্ত।”

সেই প্রসঙ্গে যোগরাজ তুলে এনেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথাও। তাঁর বক্তব্য, “ইন্দিরা গান্ধী তো দেশ চালিয়েছেন, সব ধ্বংস করে দিয়েছিল।” যোগরাজের নারীবিদ্বেষী মন্তব্যের পর তীব্র প্রতিবাদ সোশাল মিডিয়ায়। অনেকে আবার পাঞ্জাবের মহিলা কমিশনের প্রধান রাজ লালি গিলকে অনুরোধ করছেন, উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য।

তবে এই মন্তব্যেই থামেননি যোগরাজ। হিন্দি ভাষাকে ‘মহিলা’দের মতো বলে মনে করেন তিনি। যুবরাজের বাবা বলেন, “হিন্দি ভাষা শুনে মনে হয় যেন কোনও মহিলা কথা বলছে। যখন মহিলারা কথা বলে, তখন ভালোই লাগে। কিন্তু পুরুষরা কথা বললেই মনে হয়, এ কী বলছে! এ কোন পুরুষ হল! ওটা আমার অন্যরকম মনে হয়। এটা কোন ভাষা হল? কোন প্রাণই নেই।” তারপর হিন্দি ভাষায় কথা বলে ব্যঙ্গও করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ




Leave a Reply