চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাড়ছে ‘যুদ্ধে’র উত্তাপ! এবার OTT-র পর্দাতেও ভারত-পাক মহারণ


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। আর সেখানে ফিরতে চলেছে বহুপ্রতীক্ষিত ‘যুদ্ধ’। ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আইসিসি প্রতিযোগিতায় তুল্যমূল্য বিচারে টিম ইন্ডিয়া যতই এগিয়ে থাক না কেন, মাঠে নামলে এখনও তীব্র প্রতিযোগিতা অপেক্ষা করে থাকে। আর সেই মহা মোকাবিলার আগে নেটফ্লিক্সে আসতে চলেছে নতুন তথ্যচিত্র ‘দ্য গ্রেটেস্ট রাইভালরি- ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান’।

দুদেশেই ক্রিকেট ধর্মের মতো। দুদলের লড়াই হলে প্রার্থনায় বসে কোটি-কোটি ভক্ত। দল জিতলে মাথায় তুলে রাখা হয় ক্রিকেটারদের। আর হারলে নিন্দা-সমালোচনার ঝড়। বর্ডারের দুপারে ছবিটা একই রকম। সেই আবেগ, উন্মাদনা ও অসংখ্য ঐতিহাসিক ম্যাচের রুদ্ধশ্বাস লড়াই ধরা থাকবে নেটফ্লিক্সের নতুন তথ্যচিত্রে। যা মুক্তি পাবে ৭ ফেব্রুয়ারি।

শুধু আইসিসি প্রতিযোগিতায় নয়, যতদিন দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে, তখনও ছবিটা একই রকম ছিল। এখন যেহেতু দ্বিপাক্ষিক সিরিজ হয় না, তাই তাকিয়ে থাকতে হয় বিশ্বকাপ, এশিয়া কাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির দিকেই। আর সেখানে ভারতেরই আধিপত্য। সেই ম্যাচগুলো তো বটেই, নেটফ্লিক্সের তথ্যচিত্রে থাকছে সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র শেহওয়াগ, সুনীল গাভাসকর, শোয়েব আখতার ও জাভেদ মিঁয়াদাদের মতো তারকারা।

যেমন শেহওয়াগ বলছেন, “যখন ভারত-পাকিস্তান মুখোমুখি হয়, তখন যুদ্ধ চলে। দুটি দলই যেহেতু জিততে চায়, তাই যুদ্ধের একটা পরিবেশ তৈরি হয়।” ক্রিকেটের বাইরে ভারত-পাক মহারণের সঙ্গে জড়িয়ে থাকে সংস্কৃতি-রাজনীতিও। সেসবই ধরা থাকবে নেটফ্লিক্সের ডকুমেন্টরিতে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix India (@netflix_in)



Leave a Reply