সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি নাকি পিস্তল নিয়ে চলে গিয়েছিলেন কপিল দেবের বাড়ি। উদ্দেশ্য ছিল, ভারতের বিশ্বজয়ী অধিনায়ককে গুলি করা। অন্তত সম্প্রতি এমনটাই দাবি করেছেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। এবার তার উত্তরও দিলেন কপিল। কী বললেন তিনি?
সম্প্রতি একটি পডকাস্টে বিভিন্ন বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুবির বাবা। সেখানে তিনি কপিল দেবকে ‘শিক্ষা’ দিতে চাওয়ার একটি কথা তুলে ধরেছেন। যোগরাজের বক্তব্য, দল থেকে বাদ দিয়ে দেওয়ায় তিনি সটান চলে গিয়েছিলেন কপিলের বাড়িতে। সঙ্গে ছিল পিস্তল। সেখানে নাকি যোগরাজ বলেছিলেন, “আমি গুলি করে তোমার খুলি উড়িয়ে দিতে পারি।” সেটা করেননি কারণ, কপিল তাঁর মাকে নিয়ে এসেছিলেন।
এবার সেই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন কপিল। আর তাঁর উত্তর, “কে যোগরাজ সিং?” ঠিক এই কথাটাই বলেছেন ১৯৮৩-র বিশ্বজয়ী অধিনায়ক। সাংবাদিকরা তাঁকে যোগরাজ সিংয়ের বক্তব্য বলায় প্রথমে কিছুটা অবাকই হন। পরে প্রশ্ন করেন, “কার কথা হচ্ছে? কে যোগরাজ সিং?” সাংবাদিকরা তাঁকে মনে করিয়ে দেন, যোগরাজ সিং যুবরাজের বাবা। নাম শুনে হেসে ফেলেন কপিল। তারপর বলেন, “আর কিছু?” ব্যস, এটুকুতেই যেন নিজের উত্তর দিয়ে দিলেন কপিল দেব।
উল্লেখ্য, এর আগেও কপিল দেবকে নিয়ে মন্তব্য করেছিলেন যোগরাজ। যুবির বাবা বলেছিলেন, “কপিল দেব আমাদের সময়ের সেরা অধিনায়ক। আমি ওকে বলেছিলাম, দেখবে একসময়ে গোটা বিশ্ব তোমাকে অভিশাপ দেবে।” সেই সময় ধোনিকে নিয়েও কটূক্তি করেন। পরে অবশ্য যুবিকে বলতে শোনা যায়, “আমার মনে হয় বাবার মানসিক সমস্যা রয়েছে। যদিও বাবা তা স্বীকার করতে চায় না।”
View this post on Instagram