সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফির ব্যর্থতার পর নানা বিষয়ে কড়া ব্যবস্থান নিচ্ছে বিসিসিআই। একদিকে যেমন গম্ভীরদের ডানা ছাঁটা হচ্ছে, তেমনই বিদেশ সফরে স্ত্রীদের নিয়ে যাওয়া নিয়ে নতুন নিয়ম আনছে বোর্ড।
সাম্প্রতিক সময়ের একাধিক বিদেশ সফরে দেখা গিয়েছে, ক্রিকেটারদের স্ত্রীরাও উপস্থিত থাকেন। যেমন অস্ট্রেলিয়ায় বিরাটের সঙ্গে ছিলেন অনুষ্কা শর্মা বা কেএল রাহুলের সঙ্গে আথিয়া শেট্টি। স্টেডিয়ামে তাঁরা উপস্থিত ছিলেন, আবার বাইরেও বিরাট-অনুষ্কার হাতে-হাত ধরে ঘোরার ছবি ভাইরাল হয়েছিল। এবার বিদেশ সফরে স্ত্রীদের নিয়ে যাওয়ার বিষয়ে কড়া অবস্থান নিতে চলেছে বোর্ড।
সূত্রের খবর, যদি ৪৫ দিনের বিদেশ সফর থাকে, তাহলে স্ত্রীরা মাত্র দুসপ্তাহ থাকতে পারবেন ক্রিকেটারদের সঙ্গে। তার বেশি থাকার ছাড়পত্র পাওয়া যাবে না। এখানেই শেষ নয়। এখন থেকে শুধুমাত্র টিম বাসেই যাতায়াত করবেন ক্রিকেটাররা। আলাদা করে যাওয়ার স্বাধীনতা থাকবে না। দলের সবার সঙ্গে যাতায়াত করতে হবে।
এর সঙ্গে গম্ভীরদের ডানা ছাঁটার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ভারতীয় কোচের ম্যানেজার গৌরব অরোরা এখন থেকে টিম হোটেলে থাকতে পারবেন না, স্টেডিয়ামের ভিআইপি বক্সেও বসতে পারবেন না। এমনকী দলের বাসের সঙ্গেও যেতে পারবেন না তিনি। এছাড়া সাপোর্ট স্টাফদের সময়সীমা সর্বোচ্চ তিন বছর করা হবে। যেমন গম্ভীরের ক্ষেত্রে ২০২৭-র ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে। যা তিন বছরের বেশি। সূত্রের দাবি, নতুন নিয়মে সাপোর্ট স্টাফদের ক্ষেত্রে সেটা আর থাকবে না।