সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নজির গড়ল ভারতের মহিলা ক্রিকেট দল। দিন কয়েক আগেই ভারতের মহিলাদের ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন জেমাইমা রদ্রিগেজরা। করেছিলেন ৩৭০ রান। আর এদিন সেই রানও টপকে গেলেন স্মৃতি মন্ধানারা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে করলেন ৪৩৫ রান। ভারতের পুরুষ-মহিলা নির্বিশেষে ওয়ানডেতে এক ইনিংসে এটাই সর্বোচ্চ রান। সেই সঙ্গে ভারতের মহিলাদের ক্রিকেটে দ্রুততম শতরানের নজির গড়লেন স্মৃতি।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই ঝড় তোলেন স্মৃতিরা। ওপেনিং জুটিতেই উঠে যায় ২৩৩ রান। প্রতিকা রাওয়াল করেন ১৫৪ রান। এটাই ওয়ানডেতে তাঁর প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। সেই সঙ্গে নজির গড়লেন স্মৃতি মন্ধানা। মাত্র ৭০ বলে সেঞ্চুরি হাঁকালেন তিনি। ভারতের মহিলাদের মধ্যে এটাই দ্রুততম সেঞ্চুরি। এর আগে হরমনপ্রীত কৌর ৮৭ বলে শতরান করেছিলেন। অন্যদিকে এই সেঞ্চুরির দৌলতে ওয়ানডেতে ১০টি সেঞ্চুরি হয়ে গেল স্মৃতির। মহিলাদের ক্রিকেটে সেঞ্চুরির নজিরে তৃতীয় স্থানে পৌঁছে গেলেন তিনি। শেষ পর্যন্ত তিনি ৮০ বলে ১৩৫ রান করেন।
তারপর ঝড় তোলেন রিচা ঘোষ। ৪২ বলে ৫৯ রান করেন তিনি। ৫ উইকেট হারিয়ে ভারতের রান ওঠে ৪৩৫। এর আগে এক ইনিংস ভারতের মহিলা ব্রিগেডের সর্বোচ্চ রান ছিল ৩৭০। দিন কয়েক আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধেই এই স্কোর উঠেছিল। এদিন শুধু সেটাকে ছাপিয়ে গেলেন না ভারতের মেয়েরা, সেই সঙ্গে পুরুষ-মহিলা নির্বিশেষে ভারতীয় ক্রিকেটে সর্বোচ্চ রানও করলেন। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪১৮ রান করেছিল পুরুষ দল। সেখানে ডবল সেঞ্চুরি করেছিলেন বীরেন্দ্র শেহওয়াগ। এদিন সেই রান টপকে গেলেন স্মৃতিরা। অন্যদিকে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের নজিরে চতুর্থ স্থানে উঠে এল ভারত। ৪৯৪ রান করে এই তালিকায় প্রথম স্থানে আছে নিউজিল্যান্ড।