বর্ডার-গাভাসকর ট্রফি থেকে শিক্ষা, ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেললে মিলবে একাদশের টিকিট!


India vs England: বর্ডার-গাভাসকর ট্রফি থেকে শিক্ষা, ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেললে মিলবে একাদশের টিকিট!Image Credit source: PTI FILE

কলকাতা: ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে চাইছে ভারতীয় টিম। যে কোনও টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এ বারের বর্ডার গাভাসকর ট্রফির আগে ভারতীয় টিম প্রস্তুতি ম্যাচ খেলেনি। পারথ টেস্টের পর অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি ম্যাচ খেলেছিলেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়ালরা। সেখানে অবশ্য বিরাট কোহলি, জসপ্রীত বুমরারা খেলেননি। এ বার থেকে আর তেমনটা হবে না। নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হওয়ার আগে ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। আর সেখানে খেলা ক্রিকেটারদের পারফরম্যান্সের নিরিখে টেস্ট টিমে ঢোকার একটা সুযোগ থাকবে।

গত বছরের শেষে টিম ইন্ডিয়ার অজি সফরে ভারতের সিনিয়র টিম যাওয়ার আগে এ টিম সেখানে গিয়েছিল। অজি এ টিমের সঙ্গে খেলেছিল ভারত এ টিম। অন্যান্য টেস্ট সিরিজের আগে যেমন প্রস্তুতি ম্যাচকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, সেটা বর্ডার গাভাসকর ট্রফির সময় দেওয়া হয়নি। ডনের দেশ থেকে ঐতিহ্যের বর্ডার গাভাসকর ট্রফি হাতছাড়া করে দেশে ফিরেছেন ভারতীয় ক্রিকেটাররা। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিটকে গিয়েছে ভারত। এ বার তাই বোর্ড চাইছে প্রস্তুতি ম্যাচেও জোর দিতে।

বর্ডার গাভাসকর ট্রফির আগে অস্ট্রেলিয়ায় যে ভারতের এ টিম পাঠানো হয়েছিল, তাতে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন লোকেশ রাহুল। সেই অর্থে আর কেউ প্যাট কামিন্সদের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ম্যাচ সিচুয়েশনের পরিস্থিতিতে খেলেননি। এ বার ইংল্যান্ডের বিরুদ্ধে এ বছর যে টেস্ট সিরিজ হবে ভারতের, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত-এ টিম।

এই খবরটিও পড়ুন

২৫ মে আইপিএল শেষ হবে। এরপর ২০ জুন শুরু হবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে তিনটি চার দিনের ম্যাচ খেলবে ভারত-এ টিম। ইএসপিএনক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, এই প্রস্তুতি ম্যাচে যাঁরা ভালো খেলবেন, তাঁরাই হয়তো ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পাবেন।

Leave a Reply