India vs England: উইকেন্ডেই শহরে সূর্য-বাটলাররা, শহরে ক্রিকেট জ্বরImage Credit source: PTI FILE
কলকাতা: ২২ তারিখ ইডেনে ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ। টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম বার কলকাতায় খেলতে আসছেন সূর্যকুমার যাদবরা। কোহলি, রোহিতরা না থাকলেও নতুন ভারতকে দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা। টিকিট অনলাইনে ছাড়তেই মুহূর্তে তা শেষ হয়ে যায়। ১৪ থেকে ১৬ তারিখ পর্যন্ত ইডেনের ৪ নং গেটের সামনে কাউন্টার থেকে অফলাইনেও টিকিট বিক্রি করা হয়। মুহূর্তে শেষ হয়ে যায়। ৮০০ আর ১৩০০ টাকার টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।
আগামিকাল আর পরশু সদস্যদের টিকিট দেওয়া হবে। তাঁদের দেওয়ার পর যদি কিছু টিকিট অবশিষ্ট থাকে, তা বিক্রি করা হবে। তবে এই টিকিটের চাহিদা দেখার পর সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলছেন, ‘বিশ্বকাপের মতোই টিকিটের চাহিদা। নতুন ভারতকে দেখতে চায় সবাই। আমি তো নীতীশের ব্যাটিং দেখতে মুখিয়ে আছি। ঠিক যেন, সেওয়াগের মতো ব্যাটিং করে ও।’
শনিবারই শহরে আসছেন ভারতের ও ইংল্যান্ডের ক্রিকেটাররা। রবিবার থেকেই অনুশীলন শুরু করে দিচ্ছে দুই দল। রবিবার বিকেলে ইডেনে অনুশীলন করবে ভারতীয় দল। এ বার নিরাপত্তাও বেশ জোরদার করা হচ্ছে। আগামিকাল বিকেল ৪টেয় ইডেনে পুলিশ পরিদর্শনে আসবে।
এই খবরটিও পড়ুন
এদিকে ভারত-ইংল্যান্ড দুই দল শহরে থাকার মধ্যেই কলকাতায় আসছেন মিতালি রাজ। অনূর্ধ্ব-১৫ মেয়েদের একদিনের ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। ২০ তারিখ মেয়েদের সংবর্ধনা দেবে সিএবি। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে, ‘মিট দ্য চ্যাম্পিয়নস’। ইনডোরের সামনে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে। মিতালী রাজ সেখানে উপস্থিত থাকবেন। এছাড়া সৌরভ গঙ্গোপাধ্যায় আর ঝুলন গোস্বামীও থাকবেন ওই অনুষ্ঠানে। ছেলেদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে।