সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাচ চলাকালীন ভয়াবহ অগ্নিকাণ্ড গাব্বায়। বৃহস্পতিবার বিগ ব্যাশের ম্যাচ চলছিল অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী স্টেডিয়ামে। সেসময়ে আচমকাই আগুন ধরে যায় স্টেডিয়ামের একাংশে। ঘটনার সময়ে গোটা স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল। আচমকা দাউদাউ করে আগুন জ্বলে ওঠার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
বৃহস্পতিবার বিগ ব্যাশে মুখোমুখি হয় ব্রিসবেন হিট এবং হোবার্ট হ্যারিকেনস। ওই ম্যাচে খেলতে নেমেছিলেন উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, টিম ডেভিড, নাথান ম্যাকসুইনির মতো অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটাররা। ধারাভাষ্য দিতে স্টেডিয়ামে হাজির ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। ম্যাচ চলাকালীন হঠাৎ আগুন ধরে যায় গাব্বায়। স্কোরবোর্ডের কাছে ডিজে বুথ সংলগ্ন এলাকায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ধোঁয়ায় ঢেকে যায় স্টেডিয়ামের একাংশ।
আগুন জ্বলতে দেখে সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে দেন আম্পায়াররা। আতঙ্কিত হয়ে পড়েন মাঠে থাকা খেলোয়াড়রাও। স্টেডিয়ামের ওই অংশ থেকে দ্রুত দর্শকদের সরানো হয়। আগুন নেভাতে চেষ্টা করেন গাব্বার মাঠকর্মীরা। আগুন নেভানোর যন্ত্র নিয়ে কাজ শুরু করেন। বেশ খানিকক্ষণ চেষ্টার পরে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ডিজে বক্স। তবে কেউ আহত হননি গোটা ঘটনায়। ভাইরাল হয়ে গিয়েছে অগ্নিকাণ্ডের ভিডিও।
Play was delayed at The Gabba when a fire broke out in the stands. #BBL14 pic.twitter.com/v2J2OktfuF
— KFC Big Bash League (@BBL) January 16, 2025
আগুন নিয়ন্ত্রণে আসতে ফের খেলা শুরু হয়। তবে এদিন মাঠেও আগুনে লড়াই দেখা যায় দুদলের মধ্যে। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২০১ রান তোলে উসমান খোয়াজার ব্রিসবেন হিট। বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই অগ্নিকাণ্ডের সাক্ষী হন হোবার্ট হ্যারিকেন্সের ক্রিকেটাররা। একেবারে শেষ বল পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয় দুদলের মধ্যে। ম্যাচের শেষ বলে ছক্কা হাঁকিয়ে হোবার্টকে জেতান ম্যাথু ওয়েড।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));