সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের সঙ্গেই দিব্য ঘোরেন ক্রিকেটারের ব্যক্তিগত রাঁধুনি। এমনকি ক্রিকেটারের সন্তানদের দেখভাল করার পরিচারিকাও ভারতীয় দলের সঙ্গী! জাতীয় দলে শৃঙ্খলা ফেরাতে বিসিসিআইয়ের ১০ দফা নির্দেশিকা প্রকাশের পরেই ফাঁস হল এমন বিস্ফোরক তথ্য।
সর্বভারতীয় সংবাদসংস্থা দৈনিক জাগরণ সূত্রে খবর, বিদেশ সফর হোক বা দেশের মাটিতে সিরিজ- সব ক্ষেত্রেই ক্রিকেটারের ব্যক্তিগত কর্মীরা দলের সঙ্গে থাকতেন। তবে কোনও ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি ওই রিপোর্টে। বলা হয়েছে, একজন উইকেটকিপারের ব্যক্তিগত রাঁধুনি সবসময় থাকতেন ভারতীয় দলের সঙ্গে। আরেকজন তারকা ব্যাটার তো রীতিমতো ব্যক্তিগত কর্মীদের বাহিনী নিয়ে চলতেন। ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, বাচ্চাদের দেখাশোনা করার পরিচারিকা- কে নেই সেই বাহিনীতে!
এমন ঘটনায় গোটা দলের উপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মত বিসিসিআইয়ের। বোর্ড সূত্রে খবর, হেড কোচ গৌতম গম্ভীর মোটেই ভালো চোখে দেখেননি এই বিষয়গুলি। তিনি চেয়েছিলেন দলের মধ্যে তারকা প্রথা শেষ করে শৃঙ্খলা বজায় রাখতে। গম্ভীরের ইচ্ছাতেই সিলমোহর দিয়েছে বোর্ডও। নির্দেশিকা জারি করে বিসিসিআইয়ের তরফে বলা হয়েছে, ক্রিকেটার বা সাপোর্ট স্টাফদের ব্যক্তিগত কর্মচারীরা দলের সঙ্গে থাকতে পারবেন না।
ভারতীয় দলের ‘বিশৃঙ্খলা’ রুখতে ১০ দফা ফতোয়া জারি করেছে বিসিসিআই। বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেক ক্রিকেটারকে নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। এছাড়াও বিদেশ সফরে পরিবার নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ শর্ত বেঁধে দেওয়া হয়েছে। কতগুলি ব্যাগ নিয়ে যাওয়া যাবে, তারও সংখ্যা বেঁধে দিয়েছে বোর্ড। যদি এই নির্দেশিকা লঙ্ঘন হয়, তাহলে আইপিএল থেকে নিষিদ্ধ করা বা জরিমানার মতো কঠোর পদক্ষেপ করবে বিসিসিআই।