কলকাতা: নতুন বছরেই কি ভারতীয় ক্রিকেটে বিয়ের সানাই বাজবে? যে খবর ভেসে আসছে, তাতে তোলপাড় সব মহল। কেন এই ‘সব মহল’এর উল্লেখ করা হচ্ছে? কারণ এই বিয়ে আক্ষরিক অর্থেই বেশ ব্যতিক্রমী। ক্রিকেটারদের স্ত্রীরা বিধায়ক বা সাংসদ হয়েছেন, এমন উদাহরণ আকছার। কিন্তু বর্তমান সাংসদের সঙ্গে প্রেম ও পরিণয়, এমন গল্প কিন্তু বড় একটা শোনা যায়নি। আর তাতেই কার্যত বিস্ফোরণ হয়েছে। পাত্র যে ক্রিকেটার, বুঝতে অসুবিধা হচ্ছে না। পাত্রী পেশায় রাজনীতিক। ক্রিকেট-রাজনীতির ব্যতিক্রমী বিয়ের গল্পে রীতিমতে মজেছে সব মহল।
পাত্রের নাম কী? বছর তিনেক আগে আইপিএলের এক ম্যাচে এক ওভারে যিনি ৫টা ছয় মেরেছিলেন। ঠিক ধরেছেন, তিনি রিঙ্কু সিং। কেকেআরের তরুণ তারকাই বিয়ে করতে চলেছেন, এমন খবর খোদ পাত্রীর পরিবার থেকে উঠে আসছে। শুধু তাই নয়, পাত্রীর বাড়িতে নাকি ইতিমধ্যে বিয়ের প্রস্তাব পাঠানোও হয়েছে। পাত্রী কে? উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভার সাংসদ প্রিয়া সরোজ। যাঁর বয়স মাত্র ২৬। লোকসভা ভোটে কম বয়সে জেতার রেকর্ড করেছিলেন। সেই তরুণী প্রিয়াই নাকি হাবুডুবু খাচ্ছেন রিঙ্কুর প্রেমে! অবশ্য হাবুডুবু খেয়ে বিয়ের পিঁড়িতে বসছেন কিনা, তার কনফার্মেশন এখনও মেলেনি। কারণ, প্রিয়ার বাবা আবার দাবি করেছেন, বিয়ের প্রস্তাব যে এসেছে রিঙ্কুর বাড়ি থেকে, তা সত্যিই। কিন্তু তাঁরা এখনও সিদ্ধান্ত নিয়ে ওঠেননি।
প্রিয়ার বাবার এই মন্তব্যে তেমন গুরুত্ব অবশ্য ক্রিকেট মহল দিচ্ছে না। বিরাট কোহলি, রোহিত শর্মা পরবর্তী ভারতীয় টিমে রিঙ্কুকে ম্যাচ উইনার হিসেবে ধরা হচ্ছে। কোচ গৌতম গম্ভীরের প্রিয় পাত্র। যেদিন ফর্মে থাকেন, একাই ধুয়েমুছে দেন প্রতিপক্ষকে। অঘটন না ঘটলে এই রিঙ্কুই ভারতীয় ক্রিকেটের সাদা বলের ভবিষ্যৎ। একধাপ এগিয়ে বলা যেতেও পারে, পরবর্তী ভারতীয় ক্যাপ্টেনও। প্রিয়ার বাবার মন্তব্যই যদি ধরা হয়, রিঙ্কুর অভিভাবকদের পাঠানো বিয়ের প্রস্তাব তাঁরা রাজি হবেন এমন বলছে ঘনিষ্ঠমহল।
একটাই জিনিস এই মুহূর্তে জানতে চাইছে লোকে, কীভাবে প্রেম হল রিঙ্কু-প্রিয়ার? নানা গুঞ্জন বাজারে ভাসছে ঠিকই, তবে কোনওটাকেই নিশ্চিত বলে ধরা যাচ্ছে না। অর্থাৎ প্রিয়া-রিঙ্কুর প্রেমকাহিনি জানতে হলে আপনাকে কিছুটা অপেক্ষা করতে হবে। ততক্ষণ ইডেনে রিঙ্কুর তাণ্ডব দেখার প্রস্তুতি শুরু করে দিন।