সৌদি লিগেও খেলার ‘যোগ্য’ নন নেইমার! আল হিলাল কোচের মন্তব্যের পর MLS-এ ব্রাজিল তারকা?


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌদি আরবেও ফুটবল কেরিয়ার কি শেষের পথে নেইমারে? দীর্ঘদিন ধরে চোটের কবলে তিনি। সৌদি প্রো লিগেও তাঁকে এবার রেজিস্টার করায়নি আল হিলাল। এবার সেই ক্লাবের কোচ জর্জে জেসুসের ঘোষণা, সৌদির পর্যায়ে খেলার মতো অবস্থাতেও নেই নেইমার।

২০২৩-এ পিএসজি থেকে আল হিলালে আসেন ব্রাজিলীয় তারকা। কিন্তু চোটের কবল থেকে মুক্তি মেলেনি। পুরনো চোট সারিয়ে ফিরে আসার মধ্যেই গত বছরের নভেম্বরে ফের চোট পান। ফলে ফের দীর্ঘদিন মাঠের বাইরে। সেই নিয়ে জেসুসের বক্তব্য, “আমি নেইমারের ভবিষ্যৎ সম্বন্ধে কিছু জানি না। সৌদি প্রো লিগ এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা লিগ। সেই পর্যায়ে খেলার মতো অবস্থায় নেই নেইমার।”

সেই সঙ্গে তাঁর সংযোজন, “পরিস্থিতি ওর জন্য ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। এখনও নেইমার চুক্তিবদ্ধ। ফলে বাকিটা ক্লাবের উপর।” শোনা যাচ্ছে, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর মধ্যে ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে। সেক্ষেত্রে নেইমারের নতুন গন্তব্য হতে পারে আমেরিকার শিকাগো ফায়ার। সেই জায়গায় আল হিলাল চেষ্টা করছে লিভারপুলের মহম্মদ সালাহকে বিরাট অঙ্কের বিনিময়ে দলে নিয়ে আসার।

বস্তুত, পিএসজি ছাড়ার পর থেকেই চোট-আঘাতের সমস্যায় ভুগছেন নেইমার। ফ্রান্সের ক্লাবে তাঁর সঙ্গী ছিলেন এমবাপে ও মেসি। কিন্তু তাতেও চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি। তিনজনের মধ্যে সম্পর্ক নিয়েও নানা জল্পনা রটেছে। সেই বিষয়ে নেইমার বলছেন, “যখন মেসি ক্লাবে আসে, তখন এমবাপে কিছুটা হিংসুটে হয়ে যায়। ঝামেলাও হয়, ব্যবহার বদলে যায়।” প্লেয়ারদের অহংকার যে খেলায় প্রভাব ফেলতে পারে, সেটাও বলছেন ব্রাজিল তারকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ




Leave a Reply