স্টাফ রিপোর্টার: এবার আইএসএলের শুরুতেই হারের ডবল হ্যাটট্রিক হয়েছে। কোচ অস্কার ব্রুজোর হাতে পড়ে সেই ধাক্কা কিছুটা হলেও সামলে নিয়েছিল ইস্টবেঙ্গল। তবে ফের একবার সেই হারের হ্যাটট্রিকের ভ্রুকুটি লাল-হলুদ শিবিরে। এই আবহে শুক্রবার গোয়া যাচ্ছে দল। বিকালে সেখানেই অনুশীলন করবেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, নন্দকুমাররা।
মুম্বই সিটি এফসি-র পর মোহনবাগান। নতুন বছরে পরপর দু’টো ম্যাচেই হেরেছে ইস্টবেঙ্গল। রবিবার এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামবেন কোচ অস্কারের ছাত্ররা। তবে এই ম্যাচের আগেও চোট আর কার্ড সমস্যা পিছু ছাড়ছে না তাঁদের। ডার্বিতে লাল কার্ড দেখায় এই ম্যাচে নেই সৌভিক চক্রবর্তী। দুই সাইড ব্যাক প্রভাত লাকড়া ও মহম্মদ রাকিপ এবং মিডফিল্ডার সল ক্রেসপো এখনও খেলার জায়গায় নেই। ডার্বির পর হেক্টর ইউস্তে এবং হিজাজি মাহেরও সেভাবে অনুশীলন করেননি। বৃহস্পতিবার হিজাজি অবশ্য অনুশীলন করেন পুরোটাই। তবে হেক্টর ও ক্রেসপো যুবভারতী ছাড়লেন মাঠে না নেমেই। হেক্টর জানিয়ে গেলেন, কিছু সমস্যা থাকলেও তিনি খেলার বিষয়ে আত্মবিশ্বাসী। কিছুক্ষণ ড্রেসিংরুমে থাকার পর চলে যান ক্লেটন সিলভাও। দলীয় সূত্রে খবর, চোট এড়াতেই যতটা সম্ভব বিশ্রাম দেওয়া হচ্ছে তাঁদের। কারণ অনেকেই চোট থাকায় ইনজেকশন নিয়ে ম্যাচ খেলছেন।
তবে আনোয়ার আলি বৃহস্পতিবারও অনুশীলনে আসেননি। তিনি আদৌ দলের সঙ্গে গোয়া যাবেন কি না, তা স্পষ্ট নয়। শুক্রবার রিলায়্যান্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের ম্যাচ রয়েছে। তাই সায়ন বন্দ্যোপাধ্যায়, আমন সিকের মতো জুনিয়ররা শনিবার গোয়ায় গিয়ে বিকালে দলের অনুশীলনে যোগ দেবেন। বৃহস্পতিবার থেকে ফের অনুশীলন শুরু করলেন রিচার্ড সেলিস। পেশিতে অস্বস্তি এবং ক্লান্তির জন্য বুধবার ছুটি দেওয়া হয়েছিল তাঁকে। যা খবর, তাতে গোয়ার বিরুদ্ধেই লাল-হলুদ জার্সিতে অভিষেক হবে ভেনেজুয়েলার ফরোয়ার্ডের। তিনি খেলবেন লেফট উইংয়ে। সেক্ষেত্রে ডানদিকে খেলবেন পিভি বিষ্ণু। মাঝমাঠে জুটি বাঁধবেন জিকসন সিং ও মহেশ সিং। আবার হেক্টর ও হিজাজির মধ্যে কোনও একজন না খেললে জিকসনকে নিয়ে আসা হবে ডিফেন্সে। তবে এখন সবটাই নির্ভর করছে কে কী অবস্থায় আছে তার উপর।