সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে নতুন চুক্তি করলেন আর্লিং হালান্ড। আর সেই চুক্তি হল সাড়ে নয় বছরের। অর্থাৎ ২০৩৪ পর্যন্ত ইংল্যান্ডের ক্লাব তাঁকে ধরে রাখতে পারবে। এরকম নজিরবিহীন চুক্তিতে মেসি-রোনাল্ডোদের মতো কিংবদন্তিদের পিছনে ফেলে দিলেন নরওয়ের স্ট্রাইকার।
২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যাঞ্চেস্টার সিটিতে আসেন হালান্ড। ইতিমধ্যে ১২৬ ম্যাচে ১১১ গোল হয়ে গিয়েছে তাঁর। জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগও। এবার তাঁর সঙ্গে ঐতিহাসিক চুক্তি করল সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এত দীর্ঘ চুক্তি এর আগে হয়নি। এর আগে সর্বোচ্চ ছিল চেলসির সঙ্গে কোল পারমারের চুক্তি। গত বছর তাঁর সঙ্গে ৯ বছরের চুক্তি করেছিল লন্ডনের ক্লাব।
আর নতুন চুক্তিবদ্ধ হয়ে হালান্ড বলছেন, “আমি খুব খুশি এই চুক্তিতে। এরকম বড় ক্লাবে দীর্ঘ সময় কাটাতে পারাও গর্বের। ম্যাঞ্চেস্টার সিটির পরিবেশ খুব ভালো। যাতে প্রত্যেকের সেরাটা বেরিয়ে আসে। এখানে আমার যে সাফল্য তার জন্য পেপ গুয়ার্দিওয়ালার ধন্যবাদ প্রাপ্য। এছাড়া গত কয়েক বছরে ক্লাব কর্তৃপক্ষ, সাপোর্ট স্টাফ, সমর্থকরা যেভাবে প্রেরণা জুগিয়েছেন, তার জন্য এই ক্লাব আরও স্পেশাল হয়ে উঠেছে।”
তবে এই মুহূর্তে প্রিমিয়ার লিগে ভালো জায়গায় নেই ম্যাঞ্চেস্টার সিটি। ২১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৬ নম্বরে গত বছরের চ্যাম্পিয়নরা। যদিও তার মধ্যে ১৬ গোল হয়ে গিয়েছে হালান্ডের। এবার দেখার নতুন চুক্তিতে কীভাবে দলকে সাফল্যের সরণিতে আনতে পারেন ২৪ বছর বয়সি তারকা।
Erling’s here to stay!
We’re thrilled to announce @ErlingHaaland has extended his contract at City to 2034 pic.twitter.com/38ewvPqCP7
— Manchester City (@ManCity) January 17, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));