সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামশেদপুরের বিরুদ্ধে অসংখ্য গোল নষ্ট করে ড্র করেছে মোহনবাগান। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে থাকলেও মোলিনাকে ভাবাচ্ছে গোল মিসের প্রবণতা। ম্যাচের পর সেটা স্বীকার করে নিলেন মোহনবাগানের কোচ। তাঁর সাফ বক্তব্য, দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার কমে গিয়েছিল সবুজ-মেরুনের ফুটবলারদের।
জামশেদপুরে শুরু থেকেই একের পর এক আক্রমণ শানায় মোহনবাগান। কিন্তু অসংখ্য সুযোগ নষ্ট করেন কোলাসো-ম্যাকলারেনরা। শুভাশিস গোল করে এগিয়ে দিলেও দ্বিতীয়ার্ধে একক দক্ষতায় সমতা ফেরান জামশেদপুরের স্টিফেন এজে। শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েও সন্তুষ্ট থাকতে হল মোহনবাগানকে।
ম্যাচের পর মোলিনাকে বলেন, “প্রথমার্ধে আমরা খুবই ভালো খেলেছি। আধিপত্য বিস্তার করে সুযোগ তৈরি করেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে ওরা দুই স্ট্রাইকারে খেলা শুরু করলে আমরা সেভাবে ধারালো আক্রমণ করতে পারিনি। ওরা ম্যাচে আধিপত্য বিস্তার করতে পেরেছে বলে মনে হয় না। ম্যাচের শেষ কুড়ি মিনিটে অন্তত তিন-চারটে অবধারিত গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারিনি। ম্যাচটা আমরা জিততে পারতাম। আর সে জন্যই আমি খুশি নই। তবে ওরা গোলটা খুবই ভাল করেছে।
গোল মিসের আক্ষেপ সত্ত্বেও মোলিনা খুশি দল যেভাবে লড়াই করেছে। তাঁর বক্তব্য, “দলের খেলোয়াড়দের জন্য আমি গর্বিত। মাঝে মাঝে এরকম হতেই পারে। জেতার জন্য সব কিছু করেও জয় আসে না। এটাই ফুটবল। গোলের সুযোগ হাতছাড়া হয়েছে, তবে দিনটা আজ আমাদের ছিল না হয়তো। আজ গোল হয়নি ঠিকই, তবে আমি নিশ্চিত গোল আসবে। আরও অনুশীলন করতে হবে। আমাদের ওপর আস্থা রাখুন। পরের ম্যাচে আমাদের আরও ভাল খেলতে হবে।”
লিগ টেবিলে অনেকটাই এগিয়ে মোহনবাগান। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুরের পয়েন্ট ২৮। তবে টেবিলের থেকেও মোলিনাকে উদ্বেগে রাখবে স্ট্রাইকারদের ব্যর্থতা। অনেক ম্যাচেই ডিফেন্ডাররা গোল করে ম্যাচ জিতিয়েছেন, সেই তুলনায় স্ট্রাইকাররা নীরব ছিলেন। মোলিনা অবশ্য সেটা নিয়ে ভাবছেন না। দলগত সাফল্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমার কোনও অভিযোগ নেই। লিগে সবচেয়ে বেশি গোল আমাদের। গোলও কম খেয়েছি। ফুটবলাররা কখনও ক্লান্ত হয়নি। তবে দ্বিতীয়ার্ধে আরও ধারালো আক্রমণ করতে হত। তিন পয়েন্ট পেলে সুবিধা হত ঠিক, তবে হারের থেকে এক পয়েন্ট তো ভালো। টেবিলে আরও এক পয়েন্ট বাড়ল।”